Urfi Javed: যে উরফিকে নিয়ে উত্তাল নেট দুনিয়া, তাঁর পরিবারের সদস্যদের দেখেছেন?
Urfi Javed Family Pic: সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মা, ভাই, বোনদের সঙ্গে ছবি পোস্ট করেছেন উরফি জাভেদ।
মুম্বই: উরফি জাভেদ (Uorfi Javed)। নেট দুনিয়ায় আজ নামটাই যথেষ্ট। পোশাক নিয়ে নানা সময়ই তিনি ছবি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। আর সেই ছবি ভাইরাল হতে সময় নেয় না। অদ্ভূত সমস্ত পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেন। আর তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সদ্যই তিনি গোলাপের পাপড়ি দিয়ে নিজের পোশাক তৈরি করেছিলেন। বলা ভালো। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লজ্জা নিবারণ করেছিলেন। অভিনেত্রীর সেই ছবি দেখে প্রশ্ন ওঠে যে, তিনি কি রণবীর সিংহকে অনুকরণ করছেন? যদিও ট্রোলের বা ট্রোলারদের আক্রমণে বিশেষ কান দেন না উরফি। বরং, নিজের শর্তে জীবন বাঁচেন। এবার সামনে এলো তাঁর পরিবারের সদস্যদের ছবি (Uorfi Javed Family Pic)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মা, বোন, ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন উরফি জাভেদ। আর উরফির পরিবারের ছবিই এখন নেট দুনিয়ায় ভাইরাল।
নেট দুনিয়ায় ভাইরাল উরফি জাভেদের পরিবারের ছবি-
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মা, ভাই, বোনদের সঙ্গে ছবি পোস্ট করেছেন উরফি জাভেদ। না, তাঁরা কেউই কোনও অদ্ভূত পোশাক পরে ক্যামেরায় পোজ দেননি। বরং, একেবারে আর পাঁচটা পরিবারের মতোই ভাই, বোন, মায়ের সঙ্গে দেখা যাচ্ছে উরফিকে। নেট দুনিয়ার সেনসেশন উরফিরা চার বোন ও এক ভাই। তাঁর বোনেদের নাম, উরুশা জাভেদ, আসফি জাভেদ এবং ডলি জাভেদ। তাঁর মা জাকিয়া সুলতানা। এবং তাঁর ভাই সমীর আসলাম। মা, ভাই, বোনেদের সঙ্গে হলুদ একটি পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন উরফি। ছবিতে কমেন্টে ভরিয়েছেন নেট নাগরিকরা।
আরও পড়ুন - Varun Dhawan: কেরিয়ারের সবথেকে ব্যয়বহুল ছবিতে অভিনয় করছেন বরুণ ধবন, প্রতিদিনের খরচ কত জানেন?
প্রসঙ্গত, টেলিভিশনের জনপ্রিয় এবং বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss) দিয়ে চর্চায় আসেন উরফি জাভেদ। যদিও 'বিগ বস'-এ তাঁর যাত্রা খুব একটা দীর্ঘ হয়নি। এরপর নেট দুনিয়ায় নিজের নানা ছবি পোস্ট করতে থাকেন। কখনও তাঁকে দেখা যায় সেফটি পিন দিয়ে তৈরি পোশাক পরতে। কখনও আবার পোস্ট কার্ড দিয়ে তৈরি পোশাক। এছাড়াও বেশিরভাগ সময়ই স্বল্প পোশাকে ক্যামেরার সামনে ধরা দেন। আর তা ভাইরাল হতে শুরু করে মুহূর্তে। ছোট পর্দার বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন উরফি জাভেদ।