Himesh Reshammiya: কাজের সুযোগ দিয়েছিলেন সলমন খান, ২২ বছরের সম্পর্ক ভেঙে ফের বিয়ে করেছিলেন হিমেশ!
Himesh Reshammiya Birthday: প্রথমে তিনি কেরিয়ার শুরু করেছিলেন টিভি সিরিজ প্রযোজনা করা দিয়ে। আর এর মধ্যে বেশ কিছু ধারাবাহিকের টাইটেল ট্র্যাকও তৈরি করেছিলেন তিনি
কলকাতা: তাঁর জন্ম হয়েছিল মুম্বইতেই। বাবা বিপিন রেশমিয়া ছিলেন মিউজিক কম্পোজার। বলিউডের সঙ্গে তাঁর যোগ ছিল জন্মগত। গান দিয়ে কেরিয়ার শুরু করলেও তিনি পা রেখেছিলেন অভিনয়ে। ব্যক্তিগত জীবনও কখনও সুগম হয়নি অভিনেতার। ২২ বছরের বৈবাহিক জীবনে বিচ্ছেদ হয়েছে তাঁর। কিন্তু কেরিয়ার, ব্যক্তিগত জীবন, সব মিলিয়ে তাঁর জীবনে রয়েছে একাধিক ঘটনা... আজ সেই বলিউড তারকার জন্মদিন। হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya), আজ তাঁর জন্মদিন।
প্রথমে তিনি কেরিয়ার শুরু করেছিলেন টিভি সিরিজ প্রযোজনা করা দিয়ে। আর এর মধ্যে বেশ কিছু ধারাবাহিকের টাইটেল ট্র্যাকও তৈরি করেছিলেন তিনি। একসময় বাবা বিপিনের সলমন খানের (Salman Khan) সঙ্গে কাজ করার কথা ছিল। তবে সেই ছবি কখনও হয়ে ওঠেনি। তবে সলমন যখন হিমেশের কথা জানতে পারেন, তিনি কথা দেন, তাঁর একটি ছবিতে হিমেশকে সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেবেন তিনি।
সেইমতো, 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবির সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন হিমেশ। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল সেই ছবির দুটি গান। বন্ধন ও হ্যালো ব্রাদার ছবিতের গানও তৈরি করেন তিনি। তবে শুধু গান নয়, অভিনয়েও পা রেখেছিলেন হিমেশ। সেই ছবি নিজেই প্রযোজনা করেছেন তিনি। তবে অভিনয়ে তেমন সাফল্য পাননি হিমেশ।
ব্যক্তিগত জীবনেও ওঠাপড়া গিয়েছে তারকার। মাত্র ২১ বছর বয়সে বিয়ে হয় সঙ্গীতশিল্পীর। কোমলের সঙ্গে বিয়ে ও তারপরে তাঁদের একটি পুত্রসন্তানও ছিল, নাম সায়ম। কিন্তু দীর্ঘ বৈবাহিক সম্পর্কের পরে, বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। কোর্টে গিয়ে বৈবাহিক সম্পর্কে ইতি টানেন তাঁরা। এরপরে, ২০১৮ সালে, দীর্ঘদিনের বান্ধবী, টেলিভিশন সঞ্চালক সনিয়া কপূরকে বিবাহ করেন তিনি। সেইসময়ে বিভিন্ন মহলে খবর রটেছিল, সনিয়ার জন্যই নাকি সম্পর্কে ইতি টেনেছেন হিমেশ ও কোমল। তবে তাঁরা দুজনেই এই তথ্য অস্বীকার করেছেন। হিমেশ জানিয়েছিলেন, সনিয়া তাঁদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু এমনকি ছেলে সায়মের সঙ্গেও নাকি সনিয়ার খুব ভাল সম্পর্ক। অবশেষে, ২০১৮ সালে সনিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিমেশ।
শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা।
View this post on Instagram
আরও পড়ুন: Uorfi Javed: 'আমি পরিচিত, কিন্তু জনগণের সম্পত্তি নই', বিমানে হেনস্থার ঘটনা নিয়ে সরব উরফি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন