Hoichoi Drops Dujone Trailor: 'পর্দার জুটি ম্য়াজিক দেখাবে ওয়েব দুনিয়াতেও', বলছেন সোহম-শ্রাবন্তী
'দুজনে'-র হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন দুজনে। সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 'হইচই'-তে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ 'দুজনে'। আগামী ৯ জুলাই ওয়েব প্ল্যাটফর্মে আসছে প্রমিতা ভট্টাচার্য পরিচালিত এই ছবিটি।
কলকাতা: 'দুজনে'-র হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন দুজনে। সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 'হইচই'-তে মুক্তি পাচ্ছে নতুন সিরিজ 'দুজনে'। আগামী ৯ জুলাই ওয়েব প্ল্যাটফর্মে আসছে প্রমিতা ভট্টাচার্য পরিচালিত এই ছবিটি।
অমর ও অহনার গল্প বলবে 'দুজনে'। ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার জুড়ে যেমন রয়েছে প্রেম ও সম্পর্কের জটিলতা, তেমনই রয়েছে রহস্য, ভয় ও পরিকল্পনার জমাট বুনোট। ট্রেলারে নজর কাড়ে 'ও মাই লাভ' গানের ব্যবহার। এর আগেও রূপোলি পর্দায় জুটি বেঁধেছিলেন সোহম-শ্রাবন্তী। ২০১০ সালে মুক্তি পাওয়া 'অমানুষ' ছবিতে দর্শকেরা ভালোবেসেছিলেন সোহম-শ্রাবন্তীর জুটিকে। সেই নস্টালজিয়া উস্কে দিতেই কি ১০ বছর পর আবার 'ও মাই লাভ' গানে সোহম-শ্রাবন্তীর রোমান্সকে ফিরিয়ে আনলেন পরিচালক? তবে কেবল নস্টালজিয়া বা প্রেম নয়, ট্রেলারের মধ্যেই সাদা-কালো হরফে লেখা, এটা কোনও প্রেমের গল্প নয়। 'নট আ লাভ স্টোরি'।
রূপোলি পর্দায় অনেক হিট ছবির পর ওয়েবে পা রাখছে এই পুরনো জুটি। শ্রাবন্তী বলছেন, 'দুজনে আমার কাছে খুব বিশেষ একটা কাজ। সিনেমায় সোহমের সঙ্গে অনেক কাজ করেছি। প্রতিটি ছবিই দর্শকদের পছন্দ হয়েছে। আশা করছি ওয়েবেও সেই ভাগ্যটা কাজ করবে। এতদিন ধরে আমায় ভালোবাসার জন্য ধন্যবাদ। এই সিরিজটার জন্য আমি অনেক খেটেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। ৯ তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি। দর্শকদের কেমন লাগল সেটা জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'
অমর ওরফে সোহম বলছেন, 'সবার আশীর্বাদ নিয়ে ৯ তারিখ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দুজনে। হইচই এর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আর শ্রাবন্তীর সঙ্গে আবার কাজ করে ভালো লাগল। আমার ডিজিটাল ডেবিউ-এর জন্য দুজনের থেকে ভালো আর কিছু হতেই পারত না। আশা করি দর্শকদের ভালো লাগবে সিরিজটি।'
প্রমিতা ভট্টাচার্য পরিচালিত এই সিরিজে সোহম ও শ্রাবন্তী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার, অনিন্দিতা কপিলেশ্বরী, রাজদীপ গুপ্তা ও অদৃজা রায়কে।