Holi 2022: বিয়ের পর প্রথম হোলি, কী বিশেষ খাবার তৈরি করলেন করিশ্মা তান্না?
এদিন নিজের সোশ্যাল হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির 'বালাম পিচকারি' গানটি।
![Holi 2022: বিয়ের পর প্রথম হোলি, কী বিশেষ খাবার তৈরি করলেন করিশ্মা তান্না? Holi 2022: Karishma Tanna wishes on festival of colors, making thandai at home, know in details Holi 2022: বিয়ের পর প্রথম হোলি, কী বিশেষ খাবার তৈরি করলেন করিশ্মা তান্না?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/18/31348e32ccf27ff83899ea11b9fe93b3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এসে গিয়েছে রঙের উৎসব (Holi 2022)। সারা দেশের মানুষ রঙিন উৎসবে মেতে উঠেছেন। সাধারণ থেকে তারকারা প্রত্যেকের নিজের নিজের প্রিয়জনের সঙ্গে হোলি খেলছেন। সম্প্রতি কিছুদিন আগেই বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না (Karishma Tanna)। বিয়ের পর প্রথম হোলি। আর অনুরাগী, প্রিয়জন, বন্ধুদের রঙের উৎসবের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে বাড়িতে বানিয়ে ফেললেন বিশেষ খাবার।
এদিন নিজের সোশ্যাল হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির 'বালাম পিচকারি' গানটি। আর ভিডিওতে দেখা যাচ্ছে হোলি স্পেশাল ঠান্ডাই তৈরি করছেন অভিনেত্রী। বাদাম, দুধ, গোলাপ ফুলের পাপড়ি, জাফরান এবং নানা মশলা সহযোগে তৈরি করে ফেললেন ঠান্ডাই। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'হোলি হ্যায় তো ঠান্ডাই তো বানতি হ্যায়।' একেবারেই। রঙের উৎসব আরও জমজমাট হয়ে ওঠে, যদি সঙ্গে থাকে ঠান্ডাই।
আরও পড়ুন - Holi 2022: যে বলিউড গানগুলি ছাড়া অসম্পূর্ণ রঙের উৎসব
প্রসঙ্গত, গত ৫ ফ্রেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক বরুণ বঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন করিশ্মা তান্না। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গায়ে হলুদের বেশ কিছু ছবি এবং বিশেষ ভিডিও শেয়ার করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। বেশ কিছু ছবিতে তাঁকে সাদা পোশাকে সেজে উঠতে দেখা গিয়েছে। আবার বেশ কিছু ছবিতে হবু স্বামী বরুণ বঙ্গেরার সঙ্গে গায়ে হলুদ অনুষ্ঠান উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। শ্বেতশুভ্র পোশাকের সঙ্গে মানানসই ফুলের গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। গায়ে হলুদে করিশ্মা তান্নার পরণে ছিল সাদা রঙের ডিজাইনার পোশাক। সঙ্গে ফুলের গয়না। শুধু ছবিই নয়, গায়ে হলুদের প্রস্তুতি থেকে অনুষ্ঠান পর্বের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। কোথাও তাঁকে হবু স্বামীর সঙ্গে আংটি খুঁজতে দেখা যাচ্ছে। তো কোথাও একে অপরের গালে হলুদ মাখিয়ে দিতে।
হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ করিশ্মা তান্না। প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ। সেখানে অভিনেতা উপেন পটেলের সঙ্গে সম্পর্কে জড়ান করিশ্মা। কয়েক বছর সম্পর্ক থাকার পর যদিও তা ভেঙে যায়। দুজনে একটি অনুষ্ঠানের সঞ্চালনাও করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)