Holi 2024: বাড়িতেই কাটাবেন দোল? রঙের উৎসবে দেখতে পারেন এই হোলি স্পেশাল সিনেমাগুলি!
Holi Special Movies: বাইরে রং খেলতে ভালবাসেন না? বাড়িতে বসেই সিনেমা দেখে কাটাতে চান দোল? হিন্দি ছবির ফ্যান হলে দেখতে পারেন এই হোলি স্পেশাল বলিউড সিনেমাগুলি।
নয়াদিল্লি: সিনেমায় দোল উদযাপন কোনও নতুন ঘটনা নয়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি (Hindi Film Industry) তো প্রায়ই তাঁদের ছবিতে হোলির উদযাপন করে থাকেন। একাধিক সিনেমায় থাকে দোলের গানও। যার বেশিরভাগই রঙের সঙ্গে নিয়ে আসে অনেকটা মজা, সঙ্গে থাকে রোম্যান্সের ছোঁয়াও। রঙের উৎসব যখন এসেই পড়েছে, যদি সময় কাটাতে চান সিনেমা দেখে, তাহলে দেখতে পারেন এই হিন্দি ছবিগুলি। (Holi 2024)
রইল এমন কিছু সিনেমার তালিকা যা আপনার রঙের উৎসবকে আরও উপভোগ্য করে তুলতে পারে
'সিলসিলা' (Silsila): যশ চোপড়া পরিচালিত এই ছবি রোম্যান্টিক ড্রামা ঘরানার। এই ছবির বিষয় মূলত ত্রিকোণ প্রেম ও বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে। দোলের দিন কেন এই ছবি বিশেষ? অবশ্যই অমিতাভ বচ্চন ও রেখা অভিনীত গান 'রং বরসে'। এই গানটি রঙে ভরপুর।
'শোলে' (Sholay): কালজয়ী সেই সংলাপ 'হোলি কব হ্যায়, কব হ্যায় হোলি' হোক বা ধর্মেন্দ্র ও হেমা মালিনী অভিনীত 'হোলি কি দিন দিল খিল যাতে হ্যায়' হোক! এই সিনেমা এমনিতেই কাল্টের তালিকায় নাম লিখিয়েছে, এবং এই মরশুমের জন্যও পারফেক্ট।
'বাগবান' (Baghban): এক বৃদ্ধ দম্পতিকে নিয়ে তৈরি ছবি যাঁদের বিয়ের বয়স প্রায় ৪০ বছর এবং অবসরের পর তাঁদের জীবন কেমন, সেই চিত্র দেখা যায় ছবিতে। এই ছবিটি এমনিতে একটু সিরিয়াস, এবং বিশেষ বার্তা দেয়, কিন্তু অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর রসায়ন একেবারেই মিস করার মতো নয়। সেই সঙ্গে দুর্দান্ত গান 'হোরি খেলে রঘুবীরা'।
'ওয়াক্ত: দ্য রেস এগেনস্ট টাইম' (Waqt: The Race Against Time): কমেডি ড্রামা ঘরানার এই ছবি আমাদের দোল সংক্রান্ত অন্যতম সেরা গান উপহার দিয়েছে, 'ডু মি এ ফেভার, লেটস প্লে হোলি'। যদিও ছবির গল্প এক বৃদ্ধ ধনী ব্যবসায়ীকে ঘিরে যে অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে, বখে যাওয়া ছেলে আদিত্য ঠাকুরকে শিক্ষা দিতে কঠোর হয়ে যান।
'গোলিওঁ কি রাসলীলা রামলীলা' (‘Goliyon Ki Raasleela Ram-Leela): সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবি মূলত উইলিয়াম শেক্সপিয়রের 'রোমিও অ্যান্ড জুলিয়েট' অবলম্বনে তৈরি। রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের মধ্যে ঘনীভূত হতে থাকা রোম্যান্টিক সম্পর্ককে খুব সুন্দরভাবে তুলে ধরে এই ছবি। যাতে যোগ্য সঙ্গত দিয়েছে দোলের থিম এবং চোখধাঁধানো দৃশ্যপট।
'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' (Yeh Jawaani Hai Deewani): অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'বলম পিচকারি' সাম্প্রতিককালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম 'রঙিন' প্রেমের গান। দর্শকের অত্যন্ত পছন্দের এই গান তার মজাদার লিরিক্সের জন্য আরও বেশি জনপ্রিয়তা লাভ করে।
আরও পড়ুন: Holi 2024: উৎসব-নাচ-খাওয়া-দাওয়ার আয়োজনে হোলি পার্টির 'প্লেলিস্টে' থাকুক এই বলিউড গানগুলি
'২ স্টেটস' (2 States): অর্জুন কপূর ও আলিয়া ভট্ট অভিনীত '২ স্টেটস' একটি রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি যা চেতন ভগতের ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। এই ছবির মূল বিষয়েই ছিল দুই ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে প্রেম ও তার ভবিষ্যৎ। এই ছবিতে কলেজ ক্যাম্পাসে হোলি থিমের 'ওফ্ফো' গানটি দর্শকের অত্যন্ত প্রিয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।