Holi 2024: উৎসব-নাচ-খাওয়া-দাওয়ার আয়োজনে হোলি পার্টির 'প্লেলিস্টে' থাকুক এই বলিউড গানগুলি
Bollywood Songs: দোলের দিন পরিবার পরিজন বন্ধুবান্ধবের সঙ্গে পার্টির কথা ভাবছেন। গানবাজনা, নাচের ব্যবস্থা রয়েছে? প্লেলিস্ট তৈরি তো?
নয়াদিল্লি: রাত পোহালেই রঙের উৎসব। গোটা দেশ মাতবে দোলের আবহে। ইতিমধ্যেই অনেকেই রং খেলতে শুরুও করে দিয়েছেন। দোলের দিন, রং খেলা, খাওয়া-দাওয়ার সঙ্গে বাড়িতে আড্ডার ব্যবস্থাপনা করেছেন? তাহলে নিশ্চয়ই গানবাজনার আয়োজনও থাকবে। ওল্ড ক্লাসিকের (Old Classics) সঙ্গে নতুন কোন কোন গান প্লেলিস্টে (Holi 2024 Playlist) থাকা মাস্ট? রইল তালিকা।
'চোলি কে পিছে' (Choli Ke Peeche)
পুরনো চেনা গান নতুন মোড়কে। সুপারহিট 'চোলি' গান ফিরেছে এবার। 'ক্রু' ছবিতে এই গান গেয়েছেন দিলজিৎ দোসানজ, ও আইপি সিংহ। এবারের হোলিতে বা দোলে এই গান যে বেশ সাড়া ফেলবে তা বলাই বাহুল্য। কারণ অবশ্যই এর বিটস।
'রংগিসারি' (Rangisari)
সেমি-ক্লাসিক্যাল ও টেকনো মিউজিকের ফিউশনও থাক এবারের প্লেলিস্টে। 'যুগ যুগ জিও' ছবিতে বরুণ ধবন ও কিয়ারা আডবাণীর দুর্দান্ত রসায়নের ওপর তৈরি এই গান নিঃসন্দেহে দোলের আমেজ সুন্দর করে তুলবে। আধুনিক হোলির অ্যান্থেম বলেও মনে করেন অনেকে এই গানকে।
'জয় জয় শিব শঙ্কর' (Jai Jai Shiv Shankar)
দোলের পার্টিতে নাচতে চাইলে ভাল বিটের প্রয়োজন। নাচের জন্য হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ ছাড়া আর ভাল বলিউডি জুটি কারাই বা হতে পারে! 'ওয়ার' ছবির এই গান দোলের চিরাচরিত গানের সঙ্গে প্লেলিস্টে থাকতেই পারে।
'বদরি কি দুলহনিয়া' (Badri Ki Dulhaniya)
এই গানের ছত্রে ছত্রে রং খেলার প্রসঙ্গ, ভিডিও তেমনই। পর্দায় আলিয়া ভট্ট ও রণবীর কপূর 'গুলাল'-এ মাখামাখি হলে আপনারাই বা বাদ যাবেন কেন? 'বদরি কি দুলহনিয়া' টাইটেল ট্র্যাক অন্য মাত্রা এনে দিতে পারে আপনার পার্টিতে।
'বলম পিচকারি' (Balam Pichkari)
২০১৩ সালে মুক্তির পর থেকে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির 'বলম পিচকারি' বোধ হয় দোল উৎসবের 'জাতীয় গান' হয়ে উঠেছে। রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোনের 'পারফেক্ট ডান্স মুভস' আর গানের মজাদার লিরিক্স ও কোরিওগ্রাফি এখনও মানুষকে বুঁদ করে। ফলে এই গান অবশ্যই প্লেলিস্টে থাকতেই হবে।
আরও পড়ুন: Shah Rukh Khan: ফের মাঠে বসে ধূমপান! কিং খানের ছবি ক্যামেরাবন্দি হতেই ভাইরাল
রঙের উৎসব, প্রাণের উৎসব। আনন্দে মেতে উঠতে অবশ্যই মাত্র পাঁচটি গান যথেষ্ট নয়, এবং কিছু 'ওল্ড ক্লাসিকস' ছাড়া দোলের প্লেলিস্ট কোনওদিনই সম্পূর্ণ হতে পারে না। ফলে দীর্ঘ হোক গানের তালিকা, দীর্ঘতর হোক আনন্দের উৎসব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।