দক্ষিণী অভিনেত্রী শামনা কাসিমকে হুমকি-ফোন, টাকা দাবি, গ্রেফতার ৪
অভিনেত্রীর বাবা পুলিশকে জানান, এক ব্যক্তি তাঁর মেয়ের বিয়ের প্রস্তাব দিতে ফোন করে
তিরুঅনন্তপুরম: দক্ষিণী অভিনেত্রী শামনা কাসিমকে ফোনে হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে কেরল পুলিশ।
কাসিমের বাবা পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তরা কিছু ভিডিও ক্লিপ ফাঁস করার হুমকি দেয়। তিনি বলেন, এক ব্যক্তি তাঁর মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিতে ফোন করে। ওই বিষয়ে কথা বলতে গিয়ে ওই ব্যক্তি জানান, পাত্র উত্তর কেরলের কোঝিকোড়ের বাসিন্দা। দুবাইতে তাঁর ব্যবসা রয়েছে।
কিছুদিন পর, বিয়ের কথা এগোতে কোচিতে অভিনেত্রীর বাড়িতে ৬ জন দেখা করতে আসেন এবং পরিবার-পরিজনদের ভিডিও করেন। এরপরই, ওই ব্যক্তিরা টাকা দাবি করতে থাকেন। যখন সেই টাকা দিতে অস্বীকার করে অভিনেত্রী ও তাঁর পরিবার, তখন তারা হুমকি-ফোন করতে শুরু করে। পুলিশকে দেওয়া বয়ানে এই কথা জানিয়েছেন কাসিমের বাবা।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিয়ের কথা বলতে এসে ওই পাত্রপক্ষের তরফে যে ঠিকানা দেওয়া হয়েছিল, তা ভুয়ো। তবে, অভিনেত্রী ও তাঁর বাবাকে যে ফোন থেকে হুমকি দেওয়া হচ্ছিল, তা ট্র্যাক করে পুলিশ অভিযুক্তদের ধরে ফেলে। এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। পুলিশের দাবি, ধৃতরা একটি সুপরিকল্পিত এক্সটরশান চক্রের সঙ্গে জড়িত।
এক মালয়ালী সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শামনা কাসিম বলেন, কারও উচিত নয় এধরনের চক্রের ফাঁদে পড়া। তাই বাবা-মাকে বলি পুলিশে অভিযোগ দায়ের করতে। দেখে মনে হচ্ছে, ওরা কোনও গ্যাং-এর সদস্য।
২০০৭ সালে দক্ষিণী চলচ্চিত্র জগতে কেরিয়ার শুরু করেন শামনা। ৪০টির বেশি মালয়ালী, তামিল ও তেলুগু সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রসঙ্গত, তিন বছর আগে, অভিনেত্রীকে অপহরণ করে যৌন নির্যাতন চালিয়েছিল কোচির সমাজবিরোধীদের একটি গ্যাং।
পরে ছেড়ে দেওয়া হলেও, তারা ওই নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সেই সময় পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। তদন্তে নেমে পুলিশ অভিনেতা দিলীপকে পাঁচমাস পর গ্রেফতার করে। জানা যায়, কাসিমের সঙ্গে পুরনো আক্রোশ মেটাতে ওই অভিনেতা ভাড়াটে গুন্ডাদের দিয়ে ওই জঘন্য কাজ করিয়েছে। বর্তমানে সেই মামলা বিচারাধীন।