ফুটে উঠেছে একাকীত্বের যন্ত্রণা, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ব্লগ অমিতাভ বচ্চনের
"রাতের জমাট অন্ধকার আর ঠাণ্ডা ঘরের কাঁপুনি নিয়ে আমি জেগে থাকি...গান গাই...ঘুম আসে না..."
মুম্বই: অমিতাভের বাংলো থেকে সরল কনটেনমেন্ট পোস্টার। জলসা, জনক ও প্রতীক্ষা থেকে সরল পোস্টার। কনটেনমেন্ট জোনের পোস্টার লাগায় পুরসভা। পোস্টার সরালেন বৃহন্মুম্বই পুরসভার কর্মীরা।
এরইমধ্যে সামনে এসেছে অমিতাভ বচ্চনের ব্লগ। যেখানে হাসপাতালে একাকীত্বের যন্ত্রণার কথা ফুটে উঠেছে। অমিতাভ বলেন, রাতের জমাট অন্ধকার আর ঠাণ্ডা ঘরের কাঁপুনি নিয়ে আমি জেগে থাকি...গান গাই...ঘুম আসে না। আমার চারপাশে কেউ নেই। সবকিছু করার স্বাধীনতা, কবে ছাড়া মিলবে, তা শুধু সর্বশক্তিমানই জানেন।
হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চনের ব্লগে একাকীত্বের যন্ত্রণা। তিনি লিখছেন, চিকিৎসকদের ভরসার হাত কখনও আপনাকে স্পর্শ করবে না। কারণ, সংক্রমণের ভয়। পিপিই কিটে শরীর-মুখ ঢেকে যন্ত্রের মতো চিকিৎসা করছেন চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীরা। আপনার কাছে তাঁদের পরিচয় অজ্ঞাত। কয়েক সপ্তাহ কারোর মুখ দেখা যাবে না।
হাসপাতালের আইসোলেশনে থাকা কোভিড রোগীকে এই সময়ে মানসিক লড়াইটা একাই লড়তে হয়। ছাড়া পাওয়ার পর রোগীরা খিটখিটে হয়ে যান। বাইরে বেরোতে ভয় পান তাঁরা। পাছে অন্য রকম ব্যবহারের শিকার হন। এর ফলে তাঁরা আরও গভীর ডিপ্রেশনের দিকে চলে যান।
সুস্থ হলেও ৩-৪ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে হালকা জ্বরও। প্রতিদিন নতুন লক্ষণ দেখা দিচ্ছে। তা নিয়ে গবেষণা চলছে। ব্লগের ছত্রে ছত্রে করোনা আক্রান্ত অমিতাভর মানসিক যন্ত্রণার স্পষ্ট ছাপ।