সুশান্তের সুবিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলনে সুব্রহ্মণ্যম স্বামী, শেখর সুমন, ক্রিকেটার মনোজ তিওয়ারি
ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও পরিচ্ছন্ন করার দাবিও রাখেন বিজেপি-র এই প্রথম সারির নেতা
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের প্রতি সুবিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন আন্দোলনে নেতৃত্ব দিলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর সঙ্গে যোগ দেন শেখর সুমন, মনোজ তিওয়ারি প্রমুখ।
গতকাল ঠিক রাত আটটার সময়ে মোমবাতি জ্বালিয়ে আন্দোলনের সূত্রপাত করেন স্বামী। মন্ত্রোচ্চারণও করেন বিজেপি-র এই প্রথম সারির নেতা। তাঁকে অনুসরণ করেন সুশান্তের ভক্তরা। মুম্বই পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন স্বামী। পাশাপাশি, ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও পরিচ্ছন্ন করার দাবিও তিনি রাখেন।
সুব্রহ্মণ্যম বলেন, ‘আমরা সুবিচার চাই। পুরো দোষটাই সুশান্তের, বাকিদের কারও দায় নেই এই মর্মান্তিক ব্যাপারটায়, এটা আমরা মেনে নিতে রাজি নই। এমনকী ময়না তদন্তের রিপোর্টেও তো এই ঘটনাকে আত্মহত্যা বলা হয়নি। ওখানে বলা হয়েছে, যে ঝুলন্ত অবস্থায় শ্বাসরোধ হওয়ার কারণে মৃত্যু হয়েছে। মুম্বই পুলিশের উপর যদি কোনও চাপ থেকে থাকে তবে তারা সে কথা বলুক, তারা সিবিআই তদন্তের আবেদন জানাক। তা যদি না হয় তবে আমরাই আদালতে ন্যয়বিচারের জন্য যেতে বাধ্য হব।‘Let’s take an oath with Agni ???? that this democratic struggle of people shall not stop till we legally get Justice for Sushant Singh Rajput!#Candle4SSR ! pic.twitter.com/Wr17raMJWB
— Ishkaran Singh Bhandari (@ishkarnBHANDARI) July 22, 2020
ফিল্ম ইন্ডাস্ট্রির নানা অনিয়ম, অনৈতিক কাজ ইত্যাদির ব্যাপারে বহুমুখী তদন্তের প্রস্তাবও দিয়েছেন স্বামী। ইন্ডাস্ট্রিকে ভিত্তি করে এমনকী কালো টাকার লেনদেন, আইএসআইয়ের সঙ্গ যোগসূত্র ইত্যাদি নিয়েও বিশদ তদন্তের প্রয়োজন বলে মনে করছেন তিনি। ইন্ডাস্ট্রিতে মহিলা কর্মী, শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা দেওয়া এবং শিল্পীদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ তৈরি একান্ত আবশ্যক বলে জানান স্বামী।#Candle4SSR in the memory and support of sushant singh rajput.may you get justice soon.we all miss you https://t.co/YjuU4RaW4K happy where ever you are❤❤❤. pic.twitter.com/j3Jeu0ZpT2
— Shekhar Suman (@shekharsuman7) July 22, 2020
তাৎপর্যপূর্ণভাবে, প্রতিবাদের মোমবাতি প্রজ্বলন আন্দোলনে যোদগান করেছেন আইনজীবী ইশকারান সিং ভান্ডারী। সুশান্তের মামলাকে সিবিআই তদন্তের দিকে নিয়ে যাওয়ায় নানা সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখার দায়িত্ব রয়েছে তাঁরই উপরে। তিনি বলেছেন, ‘সুশান্ত যতদিন না সুবিচার পাচ্ছে আন্দোলন চলবে। গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই এ আন্দোলন।Thanks, @ishkarnBHANDARI G for initiating this digital protest. We r with u ???? #Candle4SSR pic.twitter.com/NSrRibqSB0
— MANOJ TIWARY (@tiwarymanoj) July 22, 2020
অভিনেতা শেখর সুমন তো সুশান্তের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে আসার পর থেকে বরাবরই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছিলেন। আন্দোলনে সে দাবিতেই ফের সোচ্চার তিনি। লিখেছেন, ‘তোমায় মিস করছি সুশান্ত। আমরা চাই তুমি দ্রুত সুবিচার লাভ কর। ‘সুবিচারের দাবিতে অটল ক্রিকেটার মনোজ তিওয়ারি-ও। সুশান্তের এক সময়ের কো-স্টার তথা প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেও আন্দোলনে যোগ দিয়েছেন এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেছেন।View this post on InstagramHOPE,PRAYERS AND STRENGTH !!! Keep smiling wherever you are????