করোনা পজিটিভ অভিনেতা রাহুল রায়
করোনা পজিটিভ অভিনেতা রাহুল রায়
আবারও বলিউডে করোনার থাবা করোনা আক্রান্ত অভিনেতা রাহুল রায়। নব্বইয়ের দশকের ব্লকবাস্টার ছবি 'আশিকী' ছবির নায়ক রাহুল জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবারের অনেকেই করোনা আক্রান্ত। আজ অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন, তিনি তাঁর বোন এবং ভগ্নিপতিসহ পরিবারের একাধিক মানুষ কোভিড ১৯ পজিটিভ, যদিও অভিনেতা বিস্ময় প্রকাশ করেছেন কীভাবেই বা তিনি করোনা পজিটিভ হলেন! কারণ দীর্ঘদিন তিনি বা তাঁর পরিবার বাইরের লোকের সংস্পর্শে আসেনি। তিনি আরও লিখেছেন, 'আমার বাড়ি গত ২৭ মার্চ সিল করে দেওয়া হয় কারণ আমার এক প্রতিবেশী করোনা আক্রান্ত হন। তাই সতর্কতা স্বরূপ আমি ও আমার পরিবার ১৪ দিন ধরে বাড়ি বন্দি আছি।
View this post on Instagram
আগামী ১১ এপ্রিল আমাদের সপরিবারে দিল্লি যাওয়ার কথা তাই নিয়মমাফিক আরটিপিসিআর পরীক্ষা করাই তাতেই রিপোর্ট পজিটিভ আসে। অভিনেতা পোস্টে আরও লিখেছেন, তাঁদের শরীরে রোগের কোন লক্ষণ নেই। ' কিছুদিন আগে যখন কর্পোরেশনের তরফে অ্যান্টিজেন টেস্ট করা হয় তখনো আমার রিপোর্ট নেগেটিভ আসে। রাহুল আরও লিখেছেন বিএমসির আধিকারিকরা তাঁকে দিয়ে একটি আইসোলেশন ফর্মে সই করিয়ে নেন এবং বলেন হাসপাতালে ভর্তি হতে যদিও তাঁর শরীরে কোনও সংক্রমণ বা লক্ষণ ছিল না।
অন্যদিকে দেশে দৈনিক করোনা (Corona) সংক্রমণে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন। এই পরিস্থিতিতে বিমানযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করল পশ্চিমবঙ্গ সরকার। মহারাষ্ট্র (Maharastra), কর্ণাটক (Karnatak), কেরল (Kerala) ও তেলেঙ্গনা (Telengana) থেকে কলকাতায় (Kolkata) আসা যাত্রীদের জন্য চালু হল নতুন নিয়ম। ওই চার রাজ্য থেকে আসা বিমানযাত্রীদের সঙ্গে রাখতে হবে কোভিড (Covid) পরীক্ষার নেগেটিভ টেস্ট রিপোর্ট। বিমান যাত্রার ৭২ ঘন্টা আগে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। এই রিপোর্ট সঙ্গে রাখতে হবে।
( বিস্তারিত আসছে )