পটনায় তাঁর বাড়ি এসেছিলেন ইরফান, স্মৃতিচারণায় লালু
ইরফান খানের মৃত্যুতে শোকাহত রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষ নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।
পটনা: ইরফান খানের মৃত্যুতে শোকাহত রাষ্ট্রীয় জনতা দলের শীর্ষ নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। আজ কিংবদন্তী অভিনেতার মৃত্যুর খবর পেয়েই দুঃখপ্রকাশ করেন আরজেডি নেতা। পশু খাদ্য কেলেঙ্কারিরতে দোষী লালু প্রসাদ যাদব এখন কারারুদ্ধ। তবে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ার কারণে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে আসা হয়েছে ঝাড়খণ্ডের একটি হাসপাতালে। বুধবার সেখান থেকেই ইরফান নিয়ে স্মৃতিচারণা করেন তিনি।
“ইরফান খান বহুমুখী প্রতিভার অধিকারি। মহান মানুষ ছিলেন”, মন্তব্য লালু প্রসাদ যাদবের। একটি ট্যুইটে তারকার মৃত্যু নিয়ে লালু লেখেন, “ভারতীয় চলচ্চিত্রের এক বহুমুখী প্রতিভা ছিলেন ইরফান খান, তাঁর মৃত্যুতে আমি শোকাহত। পটনায় আমার বাড়িতে এসেছিলেন ইরফান। একজন মহান মানুষ। তাঁর পরিবার ও অনুরাগীদের আমার সহানুভূতি।”
Saddening to hear about the demise of one of the most versatile actors of Indian Cinema, Irrfan Khan! Met with Irrfan when he came calling at Patna residence! A multi faceted man, a great human being! My sincere condolences to his family, friends & fans. #RIPIrrfanKhan pic.twitter.com/9pvNW7CmqS
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) April 29, 2020
লালু প্রসাদের সঙ্গে সাক্ষাতের পর ইরফান জানিয়েছিলেন, তিনি ক্যারিশমেটিক আরজেডি নেতার ‘চরম ভক্ত’। ‘ডমরু’ বাজিয়ে নিজের ছবি ‘মাদারি’-র প্রচারের জন্যও লালু প্রসাদ যাদবকে অনুরোধ করেছিলেন ইরফান খান।