এক্সপ্লোর
Advertisement
গৌরবের পর আবারও বিয়ের সানাই পরিবারে, পিঁড়িতে তরুণকুমারের নাতি
অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ও তৈরি এবার বিয়ের পিঁড়িতে বসতে। পাত্রী অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়।
কলকাতা: একটি বিয়ের অনুষ্ঠানই শেষ হয়নি। উত্তমকুমারের পরিবারে পরিবারে বাজতে চলেছে আবারও বিয়ের সানাই। গৌরবের পর এবার সৌরভ। তরুণকুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়ও তৈরি এবার বিয়ের পিঁড়িতে বসতে। পাত্রী অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়।
‘করুণাময়ী রাণী রাসমণি’-র সারদাময়ীর মায়ের ভূমিকায় অভিনয় করছেন ত্বরিতা। তিনি নাচে বেশ পোক্ত। তার আভাস মিলল সোমবার গৌরব দেবলীনা রিসেপশনে। দুজনের নাচের তালে মন ভুলল সকলের। পা মেলালেন শাহরুখ-রানি অভিনীত 'চলতে চলতে' গানের সুরে। ত্বরিতার নাচের প্রশংসা করেছেন সৌরভও।
দেখুন, গৌরব-দেবলীনার সঙ্গীতে সৌরভ-ত্বরিতার নাচ -
জানা গেছে বিয়ের দিন ভাই গৌরবের মতোই ডিজাইনার অভিষেক রায়ের পোশাকে সাজবেন তিনি। পরবেন, সনাতনী বাঙালি ধুতি পঞ্জাবি। বৌভাতে সৌরভ পরছেন শেরওয়ানি। ত্বরিতার বিয়ের সাজ দেবলীনার সঙ্গে তাল মিলিয়েই টুকটুকে লাল। রিসেপশনে সোনালি লহেঙ্গায় চমকে দেবেন তিনি।
দেখুন, গৌরব-দেবলীনার সঙ্গীতে সৌরভ-ত্বরিতার নাচ -
পরিবারে থাকছে এলাহি খাবার-দাবারের আয়োজন। থাকছে নানারকম বাঙালি পদ। চিংড়ি-মটন। বসতে পারে নহবতও।
১৩ ডিসেম্বর ক্যালকাটা বোটিং ক্লাবে হয়ে গেল গৌরব-দেবলীনার সঙ্গীতের অনুষ্ঠান। পোশাক ডিজাইনার অভিষেক রায় জানান গৌরব পরেছিলেন ইন্দোওয়েস্টার্ন পোশাক। শেরওয়ানির সঙ্গে কলিদার পঞ্জাবি।
দেবলীনা-গৌরবের যুগল পারফর্ম্যান্স হইহই ফেলে দিল। তাল মেলালেন 'আঁখ মারে' গানের সঙ্গে। বিশিষ্ট নৃত্যশিল্পী দেবলীনা নাচলেন 'টু স্টেটস' ছবির গানে। এই সন্ধের আলো কেড়ে নিলেন আরো এক জুটিও। সৌরভ-ত্বরিতা। তরুণ কুমারের নাতি সৌরভ ও টেলি অভিনেত্রী ত্বরিতা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement