Govinda-Sunita: বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন, গোবিন্দর থেকে কত টাকা খোরপোশ পেতে পারেন সুনীতা?
Sunita Ahuja on Govinda: বিবাহ বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসা ও ঠকানোর অভিযোগ এনে নাকি বিচ্ছেদ চেয়েছেন সুনীতা

কলকাতা: সদ্য প্রকাশ্যে আসা একটি খবরে বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছে। যে তারকা পত্নী এতদিন বলছিলেন যে তাঁদের সম্পর্ক ভাঙার চেষ্টা যে করবে, তার ওপর ঈশ্বরের অভিশাপ নেমে আসবে, সেই তিনিই নাকি পাঠিয়েছিলেন বিচ্ছেদের নোটিস! তাও আবার অনেকদিন আগেই! কথা হচ্ছে গোবিন্দ (Govinda) আর সুনীতা আহুজা (Sunita Ahuja)-কে নিয়ে। এর আগে সুনীতা বারে বারেই বলেছিলেন, তাঁর আর গোবিন্দের মধ্যে সবকিছু ঠিক ঠাক রয়েছে। তবে এবার প্রকাশ্যে এল বিচ্ছেদের মামলা দায়ের করার কথা। কিন্তু, যদি গোবিন্দ আর সুনীতার বিচ্ছেদ হয়, তাহলে কত টাকা খোরপোশ দিতে হবে গোবিন্দকে?
বিবাহ বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসা ও ঠকানোর অভিযোগ এনে নাকি বিচ্ছেদ চেয়েছেন সুনীতা। হিন্দু ম্যারেজ অ্যাক্ট-এর সেকশন ১৩-র (1) (i), (ia), (ib) ধারায় মামলা দায়ের করেছেন সুনীতা। ৩৮ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানতে চেয়েছেন সুনীতা। এখানেই শেষ নয়, অভিযোগ, সুনীতার দায়ের করা মামলার ভিত্তিতে ইতিমধ্যেই ২ বার গোবিন্দকে সমন পাঠানো হয়েছিল। ২৫ মে, এবং তার পর ব্যক্তিগতভাবে আরও একবার। নোটিসে কারণ ও দেখানো হয়েছিল। তবে সুনীতা যথা সময়ে আদালতে উপস্থিত হলেও আসেননি গোবিন্দ। তবে যদি তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে গোবিন্দকে কত টাকা খোরপোশ দিতে হতে পারে?
সূত্রের খবর, গোবিন্দর ১৭০ কোটির সম্পত্তি রয়েছে। জুহুতে তাঁর ১৬ কোটির বেশি মূল্যের জল-দর্শন নামে একটি বাংলো রয়েছে। এছাড়াও, কলকাতা ও লখনউ-তে অনেকগুলি ফ্ল্যাট আর ফার্মহাউজ রয়েছে। আদালত বা আইনে এই বিষয়ে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ বলা নেই। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে স্ত্রীর ভরণপোষণের অধিকার রয়েছে, যা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন- স্বামীর আয় কত।
এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে, যেমন-
- স্বামীর সম্পত্তি
- স্ত্রীর সম্পত্তি
- বিবাহের সময় জীবনযাত্রার ধরন
- এছাড়াও, সন্তান এবং পরিবারের দায়িত্ব।
গোবিন্দের ১৭০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, তাই বিবাহবিচ্ছেদ হলে এর একটি বড় অংশ যে সুনীতার কাছে যাবে, তা বলাই বাহুল্য। তবে, কত টাকা যাবে, তা আদালত ঠিক করবে, যা গোবিন্দার আয়ের উপর নির্ভর করবে। গোবিন্দর যা সম্পত্তি রয়েছে, তাতে মনে হয় সুনীতা কোটি টাকার ওপর খোরপোশ পেতে পারেন।
View this post on Instagram






















