Salman Khan: 'বিগ বস'-এ সলমনের পারিশ্রমিকে বড় কোপ? নতুন সিজনের জন্য কত টাকা পাচ্ছেন 'ভাইজান'?
Big Boss 19: বলা হচ্ছে, আগের সিজনগুলির থেকে এই সিজনের বাজেট কম, তবে তার প্রভাব খুব বেশি সলমনের পারিশ্রমিকে পড়ছে না

কলকাতা: এই শো-তে কে কে প্রতিযোগী হচ্ছেন, তা নিয়ে উৎসাহ থাকে তুঙ্গে। প্রত্যেক সিজনের আগেই গুঞ্জন শোনা যেতে থাকে, এবার কে কে যোগ দিচ্ছেন 'বিগ বস'-এর প্রতিযোগী হিসেবে? সেই সঙ্গে অবশ্যই জল্পনা থাকে 'বিগ বস'-এর সঞ্চালক সলমন খানকে নিয়ে। দীর্ঘদিন ধরে বিগ বস সঞ্চালনা করে আসছেন তিনি। এই শো-এর জন্য উল্লেখযোগ্য পারিশ্রমিক পান সলমন। এবার তিনি কত পারিশ্রমিক পেতে চলেছেন, সেই দিকে সবার নজর রয়েছে। ডিজিটাল-ফার্স্ট ফর্ম্যাটে সিজনে কী নতুনত্ব থাকবে, সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। জেনে নেওয়া যাক, এই শো-এর জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সলমন?
'বিগ বস ১৯'-এর জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন সলমন খান?
সূত্রের খবর, এবারের বিগ বস চলবে ১৫ সপ্তাহ। আর এই ১৫ সপ্তাহের জন্য সলমন ১২০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক পেতে পারেন। তাঁর প্রতি সপ্তাহের পারিশ্রমিক ৮ থেকে ১০ কোটি টাকা। যদিও বলা হচ্ছে, আগের সিজনগুলির থেকে এই সিজনের বাজেট কম, তবে তার প্রভাব খুব বেশি সলমনের পারিশ্রমিকে পড়ছে না। সলমনের তারকা ইমেজ যে বিগ বস -এর অন্যতম চালিকাশক্তি, সেটা অস্বীকার করার কোনও জায়গা নেই। সেই কারণেই তাঁর পরিশ্রমিক যথেষ্ট মূল্যের রাখা হয়েছে। জানা যাচ্ছে, 'বিগ বস ওটিটি ২'-এর জন্য ৯৬ কোটি টাকা নিয়েছিলেন সলমন খান। বিগ বস ১৭-র জন্য সলমন নিয়েছিলেন ২০০ কোটি টাকা। বিগ বস ১৮-র জন্য সলমন নিয়েছিলেন ২৫০ কোটি টাকা। সেই তুলনায় সলমনের পারিশ্রমিক এই বছর অনেকটাই কম। যেহেতু বিগ বস ১৯-এ পরের মাসগুলোতে অন্যান্য অতিথি হোস্টও থাকবেন, তাই সুপারস্টারের পেমেন্ট ট্রেডিশনাল টিভি ভার্সনের চেয়ে সামান্য কম, তবে আগের ওটিটি সিজনের চেয়ে বেশি।
কীভাবে এগোবে 'বিগ বস'
প্রসঙ্গত, বিগ বস ১৯ পাঁচ মাস ধরে চলবে, যার মধ্যে প্রথম তিন মাস সলমন খান সঞ্চালনা করবেন। এরপর, বাকি সময়ের জন্য ফারহা খান, কর্ণ জোহর এবং অনিল কাপূরের মতো অতিথি সঞ্চালক থাকতে পারেন। এই বছর, শোয়ের নতুন এপিসোডগুলি প্রথমে জিও হটস্টারে মুক্তি পাবে, তারপর প্রায় দেড় ঘণ্টা পর কালার্স টিভিতে সম্প্রচারিত হবে। ২১শে জুলাই শুট করা একটি প্রোমো একটি রাজনৈতিক থিমের উপর কেন্দ্র করে তৈরি হয়েছে এবং এটি শোয়ের ডিজিটাল-ফার্স্ট মার্কেটিং অভিযানের সূচনাকে চিহ্নিত করে।
View this post on Instagram
বিগ বস ১৯-এর সম্ভাব্য প্রতিযোগী
যদিও প্রতিযোগীদের চূড়ান্ত কোনও তালিকা এখনও আসেনি, তবে শোয়ের সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে রয়েছেন গৌতমী কাপুর, ধীরজ ধুপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, গৌরব তানেজা, মিস্টার ফৈসু, অপুর্ব মুখীজা, পূরব ঝা, গৌরব খান্না, ধনশ্রী ভার্মা, শ্রীরাম চন্দ্রা, আরশিফা খান, মিকি মেকওভার সহ আরও অনেকে।






















