Orry Unknown Facts: বিখ্যাত হওয়ার শপথ নিয়েছিলেন, চটজলদি ওজন ঝরাতে গিয়ে কী হয়েছিল ওরির?
Orry News: ওরির আসল নাম ওরহান আওয়াতরামানি। সেখান থেকেই তিনি ছোট করে নিজের নাম রাখেন ওরি।

কলকাতা: ২০২৩ থেকেই বলিউড চর্চায় একেবারে জড়িয়ে গিয়েছেন তিনি। ঠিক কোন ম্যাজিকে তিনি বলিউডের সমস্ত পার্টির অন্দরমহলে পৌঁছে যান, তাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সবার কাছে। শুধু তাই নয়, বলিউডের নায়িকারা নাকি তাঁকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করেন। অথচ তিনি কোন পেশায় আছেন তা বলতে গিয়ে খোদ নায়িকারাই হোঁচট খান। আসল নাম তিনি বদলে ফেলেছেন বলে শোনা যায়, তবে কেন? কে এই ওরি (Orry)? সদ্য তিনি রীতিমতো জনপ্রিয় হয়ে গিয়েছেন। কিন্তু বছর ৩ আগেও জীবন একেবারে অন্যরকম ছিল ওরির।
ওরির আসল নাম ওরহান আওয়াতরামানি (Orhan Awatramani)। সেখান থেকেই তিনি ছোট করে নিজের নাম রাখেন ওরি। একসময়ে ওজন যথেষ্ট বেশি ছিল ওরির। তাঁর ওজন ছিল ৭০ কেজি। ওরি মনে করেছিলেন, ৫ ফুটের, মোটা একটা ছেলেকে কেউ টিভিতে দেখতে চাইবে না। সেই কারণে ওরি ওজন ঝরানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন। তাঁর এমনও দিন গিয়েছে যে তিনি শৌচাগারে গিয়ে পুরো খাবারটাই উগরে দিয়েছেন, তারপরে সেখানেই ঘুমিয়ে পড়েছেন। কড়া ডায়েটের মধ্যে ছিলেন ওরি। রোজ ঘুম থেকে ওঠার পরে ঘাড়ে অসহ্য যন্ত্রণা হত তাঁর। কিন্তু তিনি মুখ বুজে সমস্ত কষ্ট সহ্য় করতেন। সবটাই রোগা হওয়ার স্বার্থে। তবে ওরির এই কষ্ট সাফল্য পেয়েছিল। তিনি অনেকটাই ওজন ঝরিয়ে ফেলেছিলেন সেই সময়ে।
২০২৩ সাল থেকেই তাঁকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সেলেবদের পার্টির একেবারে অন্দরে পৌঁছে যাওয়া এই ওরি আসলে কে? ওরির পরিচয় কী? তাঁর পেশাই বা কী? অধিকাংশ মানুষের কাছেই এখনও ওরির চরিত্র রীতিমতো রহস্যে মোড়া। জানা যায়, ওরির আসল নাম ওরহান আওয়াতরামানি (Orhan Awatramani)। পরে নিজের নাম বদলে ফেলেছেন তিনি। ফাইন আর্টস ও কমিউনিকেসন ডিজাইন-এ ডিগ্রি নিয়েছেন ওরি। নিউ ইয়র্কের Parsons School of Design-এ পড়েছেন তিনি। ওরির আসল পেশা কী, তা রহস্যাবৃত। তাঁর লিঙ্কডইন প্রোফাইল বলে, তিনি কাজ করেন Reliance Industries Limited-এ। লিঙ্কডইন-এ লেখা রয়েছে ওরি Reliance Industries Limited-এর একজন বিশেষ প্রোজেক্ট ম্যানেজার। এর আগে অবশ্য ওরি জানিয়েছিলেন তিনি একটি নামজাদা দোকানের হয়ে গ্রাফিক্স ডিজাইন করেন। এছাড়াও ওরি নিজেকে গায়ক ও গান লেখক হিসেবে পরিচয় দিয়েছেন কোথাও কোথাও। কোথাও আবার ওরি নিজেকে ফ্যাশন ডিজাইনার বলেও পরিচয় দিয়েছেন।


















