এক্সপ্লোর
Advertisement
১০০ জন বলিউড ড্যান্সারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালেন হৃতিক রোশন
কাজ হারানো ১০০ জন বলিউড ড্যান্সারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে সাহায্য করলেন অভিনেতা হৃতিক রোশন।
মুম্বই: করোনা অতিমারীর জেরে যখন বলিউডে ছবির শ্যুটিংয়ের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অনেক ছোট শিল্পী ও সিনেমার তথাকথিত 'এক্সট্রা'-রা। সেই তালিকায় অন্যতম ছিলেন সেই সকল ড্যান্সাররা, যাঁরা কোনও নাচের দৃশ্যে 'হিরো'-র চারপাশে থাকেন।
তেমনই কাজ হারানো ১০০ জন বলিউড ড্যান্সারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে সাহায্য করলেন অভিনেতা হৃতিক রোশন। এঁদের সকলের সঙ্গে কোনও না কোনও সময়ে অভিনয় করেছিলেন।
বলিউড গানের কো-অর্ডিনেটর রাজ সুরানি বলেন, হৃতিক রোশন ১০০ জন ড্যান্সারকে এই কঠিন সময়ে সাহায্য করেছেন। অনেকেই কাজের অভাবে নিজ গ্রামে চলে গিয়েছেন। কেউ কেউ ভাড়া দিতে পারছেন না। একজনের পরিবার কোভিড পজিটিভ হয়েছে। এই পরিস্থিতিতে হৃতিকের আর্থিক সহায়তা তাঁদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি যোগ করেন, ব্যাঙ্কের থেকে এসএমএস আসাতে তাঁরা প্রচণ্ড খুশি হন। আর্থিক সহায়তার জন্য তাঁরা অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগেও, বিএমসি কর্মীদের মাস্ক বিলি করেছেন হৃতিক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement