Shruti Haasan: 'কোনও হাসপাতালে যাইনি, সুস্থ আছি' অসুস্থতার গুজব উড়িয়ে জানালেন শ্রুতি
Shruti Haasan: Update সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শ্রুতি অসুস্থতা সম্পর্কিত খবর শোনা গিয়েছিল, কিন্তু বলি অভিনেত্রী সেইসব খবরকে ভিত্তিহীন বলেই জানিয়েছেন।
মুম্বই: অসুস্থতা সম্পর্কিত সমস্ত জল্পনা নস্যাৎ করে বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান (Actress Shruti Haasan) জানালেন, তিনি সুস্থ আছেন এবং সঠিকভাবেই জীবনযাপন করছেন। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শ্রুতি অসুস্থতা সম্পর্কিত খবর শোনা গিয়েছিল, কিন্তু বলি অভিনেত্রী সেইসব খবরকে ভিত্তিহীন বলেই জানিয়েছেন।
সম্প্রতি একটি ভিডিও ক্লিপিংয়ে শ্রুতি বলছেন, ' হ্যাঁ আমার PCOS রয়েছে, আর অনেক মহিলাদেরওই এই সমস্যা থাকে।হ্যাঁ এই রোগটা অবশ্যই চ্যালেঞ্জিং তবে এই রোগ এমন গুরুতরও না যে আমি অসুস্থ হয়ে পড়ব বা আমার অবস্থা গুরুতর হয়ে উঠবে। আমার মনে হয় একটা পোস্ট দেখে কিছু সংবাদমাধ্যমের ভুল ধারণা হয়েছে। এমনকি আমার কাছে এমন অনেক ফোনও এসেছে যেখানে আমার থেকে জানতে চাওয়া হয়েছে আমি হাসপাতালে ভর্তি রয়েছিল কি না। তাদের সবাইকে খুব স্পষ্টভাবে আমি জানিয়েছি যএ আমি হাসপাতালে ভর্তি নেই। আমি একবারেই সুস্থ রয়েছি। তবে হ্যাঁ আমার PCOS-র সমস্যা সত্যিই রয়েছে তবে তা নতুন কিছু নয়। অনেকদিনের পুরনো। '
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শরীরচর্চার ভিডিও পোস্ট করেছছিলেন শ্রুতি হাসান। সঙ্গে লিখেছিলেন, 'PCOS (পলিসিস্টিক ওভারি সিনড্রোম)-এর কারণে আমি খুব খারাপ হরমোনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যাঁরা এই সমস্যায় ভুগছেন, তাঁরা জানেন এই শারীরিক অবস্থায় কী কী সমস্যা হয়। গা বমি ভাব এবং মেটাবলিক সমস্যা এবং আরও নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এটাকে লড়াই হিসেবে দেখার পরিবর্তে আমি স্বাভাবিক প্রক্রিয়ার উপর ভরসা রাখছি। স্বাভাবিকভাবেই আমার শরীর আবার যখন ঠিক হয়ে যাবে, সেই সময়ের অপেক্ষা করছি। সঠিক খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং শরীরচর্চা উপভোগ করছি। আমার শরীর এখন ঠিক নেই। কিন্তু আমার মন ভালো আছে। সুস্থ থাকো, ফিট থাকো, খুশি থাকো আর খুশির মুহূর্তগুলো উপভোগ করো। আমি জানি এই কথাগুলো আমার মুখে অদ্ভূত শোনাচ্ছে। কিন্তু আমি নিজে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে এই পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে।'
কিন্তু এখানেই বিপত্তি। পুরনো সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে গিয়ো অনেকেই ভাবেন, গভীর অসুখে আক্রান্ত শ্রুতি। আর আজ তাই ভিডিও পোস্ট করে গোটা বিষয়টাকে সবার সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন।