এক্সপ্লোর
আমি কখনও কারুর ফ্যান ছিলাম না: শাহরুখ

মুম্বই: বলিউডে প্রায় ২৫ বছরের কেরিয়ার শাহরুখ খানের। তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। কিন্তু তিনি নিজে কখনও কারুর ‘ফ্যান’ ছিলেন না। তাঁর আগামী সিনেমা ‘ফ্যান’-এর মুক্তির আগে একথা জানালেন কিং খান। মণীষ শর্মা পরিচালিত এই ছবিতে এক সুপারস্টার ও তাঁর এক অনুরাগী-এই দ্বৈত ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। শাহরুখ বলেছেন, তিনি কখনও কারুর ফ্যান ছিলেন না। কারণ, এর জন্য কখনও সময়ই পাননি। তিনি বলেছেন, ‘আমাকে লোকে পছন্দ করেন। কিন্তু আমি কারুর ফ্যান ছিলাম না। ফ্যান হওয়ার আগেই আমি নিজেই তারকা হয়ে গেলাম। ফ্যান হওয়াটা একেবারেই সহজ নয়। এজন্য কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। আমি খুব কম বয়সে কাজ শুরু করেছিলাম। তাই কারুর ফ্যান হওয়ার সময়ই পাইনি’। আগামী দিনের তারকাদের শাহরুখের পরামর্শ, ‘চাপ না নিতে পারলে তারকা হওয়ার চেষ্টা করবেন না’। কিং খান বলেছেন, প্রায় আড়াই দশকের কেরিয়ারে তিনি অনেক ওঠা-পড়া দেখেছেন। কিন্তু অভিনেতা হিসেবে তিনি কখনও মুশকিলে পড়েননি। অভিনেতা হিসেবে সর্বদা নিজেকে শুধরাতে হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















