(Source: ECI/ABP News/ABP Majha)
Aditi Rao Hydari Update: 'পরিচিতদের সঙ্গে দেখা হলে আর জড়িয়ে ধরা হয় না', আফশোস অদিতির
গত দেড় বছর ধরে আমাদের দেশ তথা বিশ্ব জুড়ে করোনার প্রকোপ চলছে। আমরা বুঝেছি লকডাউন কাকে বলে। আর এই লকডাউন কী কী শিখিয়েছে তাঁকে, সেকথা জানিয়েছেন 'পদ্মাবত' অভিনেত্রী অদিতি রাও হায়দরি।
মুম্বই : নিজের অভিনয় দক্ষতা, অসাধারণ ব্যক্তিত্ব, স্টাইল এবং মেকআপ নিয়ে অদিতি রাও হায়দারি বলিউডে নিজের জন্য় একটা আলাদা জায়গা তৈরি করে ফেলেছেন। গত দেড় বছর ধরে আমাদের দেশ তথা বিশ্ব জুড়ে করোনার প্রকোপ চলছে। আমরা বুঝেছি লকডাউন কাকে বলে। আর এই লকডাউন কী কী শিখিয়েছে তাঁকে, সেকথাও একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'পদ্মাবত' অভিনেত্রী। এও জানিয়েছেন, এই লকডাউনের সময়ে তিনি ঠিক কী কী মিস করছেন। লকডাউনের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে অদিতি রাও হায়দারি বলেছেন, 'শুরুর দিকে চলে গিয়েছিলাম হায়দরাবাদে। সেখানেই পরিবারের সঙ্গে দীর্ঘদিন পর একসঙ্গে সময় কাটিয়েছি। ফের নতুন করে শিখলাম অন্যের কথা শোনা অভ্যাস করা। গভীর শ্বাস নিয়ে অনুভব করতে থাকলাম আমার চারপাশে ঘটে যাওয়া সব কিছু। আর আমি বুঝতে পারলাম যে, আমার পক্ষে যত মানুষের উপকার করা সম্ভব, ততটাই যেন করতে পারি। কাজটা করেওছি।'
লকডাউনের সময়টায় তাঁর ফিটনেস, ডায়েট এসবের রুটিন কতটা বদলে গিয়েছিল? জানতে চাইলে অদিতি রাও হায়দারি বলেন, 'লকডাউনের সময়টায় বারবার নিজের অতীতে ফিরে গিয়েছিলাম। বিশেষ করে সেই বেড়ে ওঠার দিনগুলোয়। শারীরিকভাবে এবং মানসিকভাবে বোঝার চেষ্টা করছিলাম তখন নাচের জন্য কতটা সময় দিতাম। গত গান গাইতাম। আর অবশ্যই যোগাভ্যাস করতাম। সেই দিনগুলো যেন নতুন করে ফিরে পেলাম।' ফ্যাশন সচেতনতা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। বলেছেন, 'পোশাক যেমনই হোক না কেন, সেটা পরিস্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। মুম্বইতে লকডাউনের সময়ে নিজের অনেক পোশাক দেখে ভাবছিলাম, সত্যি আমাদের প্রয়োজন কতটুকুতেই মিটে যেতে পারে। একটু খুশি থাকা, একটু ভালো খাবার, একটু ভালো স্বাস্থ্য আর ভালোবাসা। ব্যস, দেখবেন সৌন্দর্য থেকে ফ্যাশন, সবই কী ভালো লাগছে। ব্যক্তিগতভাবে কোনওদিনই কোনও ফ্যাশন ট্রেন্ড ফলো করিনি। যখন যেটা পরতে ইচ্ছে করেছে, সেটাই পরেছি। তবে, আমার স্টাইলিস্ট সনম রতনসি প্রথম দিন থেকে, আমার অনেক জীবনযুদ্ধের দিনগুলো থেকে আমার পাশে রয়েছে। ওর পরামর্শ অনুযায়ী যখন যেমন অনুষ্ঠানে যাই তেমনই পোশাক পরি। কাজটা সনম খুব দায়িত্ব নিয়ে করে। আর আমি তো যা দেখি সেটাই পরতে পছন্দ করি। ঠিক আর দশজন মেয়েদের মতো। তবে, সবার শেষে আবারও বলা, পোশাক দামি বা সংখ্যায় বেশি হওয়াটার থেকেও প্রয়োজন পরিস্কার পরিচ্ছন্নতাটা। আমি যেটা সবসময় মেনে চলি।'
এমন কিছু যা লকডাউনের সময় সবচেয়ে বেশি মনে পড়েছে? তার উত্তরে অদিতি রাও হায়দারি বলেন, 'আমি ঘুরতে যেতে খুব পছন্দ করি। আর মানুষের সঙ্গে মিশতে। পরিচিতদের সঙ্গে দেখা হলেই তাঁদের জড়িয়ে ধরাটা আমার চিরদিনের অভ্যাস। অথচ লকডাউনে এই কাজটা করতে পারিনি। আসলে, স্বাধীনতা ভয়ে কুঁকড়ে থেকে ঠিক পাওয়া যায় না।'
ফ্যাশন, স্কিন কেয়ার, চুলের যত্ন নিয়ে অভিনেত্রীর বক্তব্য, 'আমার ত্বক দেখে অনেকেই মনে করেন আমি বোধহয় অনেক কিছু করি। কিন্তু আদৌ তা নয়। বরং ঘরোয়া টোটকায় আমার কাজ চলে যায়। তবে, যত্নটা আমি সময় মতো নিই।'