এক্সপ্লোর
জীবনে শক্তি দিয়েছে স্বামী বিবেকানন্দের বাণী, দাবি কঙ্গনার

মুম্বই: যেদিন থেকে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে শুরু করেছেন, সেদিন থেকেই তাঁর জীবনে ভাল ঘটনা ঘটতে শুরু করেছে। এমনটাই দাবি করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এদিন স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের অন্তর্গত একটি শর্ট ফিল্মের লঞ্চিং অনুষ্ঠানে যোগ দিতে এসে কঙ্গনা বলেন, একটা সময় ছিল যখন আমি প্রচণ্ড কুঁড়ে ছিলাম। এমনকী, স্নানও করতাম না! এই নিয়ে বাবা-মা ও অতিষ্ট হয়ে পড়েছিলেন। তিনি যোগ করেন, সেই সময়ে তাঁর জীবনে কোনও ভাল ঘটনা ঘটেনি। কোনও ভাল বন্ধু হয়নি। কোনও সুযোগ আসেনি। কঙ্গনা জানান, এরপর তিনি বেদান্ত পড়তে শুরু করেন। স্বামী বিবেকানন্দের বাণী অনুসরণ করতে শুরু করেন। অভিনেত্রীর মতে, তার পর থেকেই তাঁর জীবনে আমূল পরিবর্তন আসে। অভিনেত্রী বলেন, আমি জানতে পারলাম, পরিষ্কার থাকাটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তা মানতেই জীবনে ছন্দ ফিরে পেলাম। আমি নিজেকে উন্নত করতে শিখলাম। জীবনে শক্তি ফিরে পেলাম।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















