Janhvi On Ranveer Singh: 'শিল্পীর স্বাধীনতা', রণবীর সিংহের ন্যুড ফটোশ্যুট প্রসঙ্গে মন্তব্য জাহ্নবী কপূরের
Janhvi Kapoor: গত ২১ জুলাই, একটি পত্রিকার হয়ে করা ফটোশ্যুটের ছবি প্রথম পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। একটি ছবিতে, তাকে একটি কার্পেটের ওপর নগ্ন অবস্থায় শুয়ে দেখা যায়।
নয়াদিল্লি: এখন চর্চায় রণবীর সিংহের (Ranveer Singh) সাম্প্রতিক ন্যুড ফটোশ্যুট (Nude Photoshoot)। নেটদুনিয়ায় প্রবল চর্চিত ও সমালোচিত হলেও 'গালি বয়'-এর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। আলিয়া ভট্ট (Alia Bhatt), বিদ্যা বালানের (Vidya Balan) পর এবার রণবীরের পক্ষে মুখ খুললেন জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। অভিনেতার ফটোশ্যুট নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে কী বললেন অভিনেত্রী?
রণবীরের পাশে জাহ্নবী
এদিন একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন 'গুড লাক জেরি' অভিনেত্রী। রণবীর সিংহের সাম্প্রতিক ফটোশ্যুট নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে জাহ্নবী বলেন, 'আমি মনে করি এটা শৈল্পিক স্বাধীনতা (artistic freedom) এবং আমার মনে হয় না সেটার জন্য কারও সমালোচনা করা উচিত।'
প্রসঙ্গত, এই ফটোশ্যুটের জন্য চেম্বুর পুলিশ স্টেশনে রণবীর সিংহের বিরুদ্ধে একটি এফআইআরও (FIR) দায়ের করা হয়েছে। এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে অভিযোগ পেয়েই FIR দায়ের করা হয়েছে বলে খবর। তাঁদের অভিযোগ, 'মহিলা ভাবাবেগে আঘাত' করেছেন রণবীর।
গত ২১ জুলাই, একটি পত্রিকার হয়ে করা ফটোশ্যুটের ছবি প্রথম পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। একটি ছবিতে, তাকে একটি কার্পেটের ওপর নগ্ন অবস্থায় শুয়ে আমেরিকান অভিনেতা বার্ট রেনল্ডের (Burt Reynolds) বিখ্যাত ছবি রিক্রিয়েট করতে দেখা গেছে। সেই থেকে আলোচনার সূত্রপাত।
আরও পড়ুন: Fire at Film Set: মুম্বইয়ে রণবীর-শ্রদ্ধার ছবির সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১
অন্যদিকে, গতকাল হটস্টারে মুক্তি পেয়েছে জাহ্নবী কপূরের নতুন ছবি 'গুড লাক জেরি' (Good Luck Jerry)। নিজের ছবি প্রসঙ্গে তিনি বলেন, 'যে কোনও সিনেমা নিয়েই আমি খুব আশাবাদী থাকি। এই ছবি নিয়ে অসংখ্য সুন্দর স্মৃতি তৈরি হয়েছে এবং অবশেষে সেটা আমি দর্শকদের হাতে তুলে দিচ্ছি। আশা করছি আপনারা মন খুলে জেরিকে ভালবাসা দেবেন।'