Fire at Film Set: মুম্বইয়ে রণবীর-শ্রদ্ধার ছবির সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১
Fire Death: শুক্রবার চিত্রকূট স্টেডিয়ামে ছবির সেটে ভয়াবহ আগুন লাগে। আগুনে মৃত্যু হয়েছে ৩২ বছরের এক যুবকের।
মুম্বই: ফিল্মসেটে বিধ্বংসী আগুন (Massive Fire)। মুম্বইয়ের আন্ধেরিতে রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) ফিল্মের সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু (one dead) হল। শুক্রবার ফিল্ম সেটে ভয়াবহ আগুন লাগে। কুপার হাসপাতালের ডাক্তার সাদাফুলে মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন। আগুনে মৃত্যু হয়েছে ৩২ বছরের এক যুবকের। সূত্রের খবর, তাঁকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয় হাসপাতালে।
মুম্বইয়ের ফিল্ম সেটে আগুন, মৃত ১
পরিচালক লাভ রঞ্জনের (Luv Ranjan) পরিচালনায় রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের পরবর্তী সিনেমার শ্যুটিং (upcoming movie shooting) চলছিল মুম্বইয়ের চিত্রকূট স্টেডিয়ামে (Chitrakut Stadium)। সূত্রের খবর, গতকাল বিকেল সাড়ে ৪টে নাগাদ লাইটিংয়ের কাজের প্রস্তুতি চলাকালীন সেটে আগুন লেগে যায়। সেটের এক কর্মীকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আগামী সপ্তাহে রণবীর ও শ্রদ্ধার এই সেটেই শ্যুটিং করার কথা ছিল বলে সূত্রের খবর।
এদিন আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে ওই সেটে গানের দৃশ্যের জন্য শ্যুটিং করার কথা ছিল বলিউডের দুই তারকার। একইসঙ্গে জানা গেছে, বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওল ওই স্টুডিওর কাছেই শ্যুটিং করছিলেন। তবে তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।
আরও পড়ুন: Rani Mukerji: আদিত্য নন, সঙ্গীতে কার সঙ্গে নাচছিলেন রানি? এতদিনে প্রকাশ্যে এল ছবি
এদিন অগ্নিকাণ্ডের মোকাবিলা করতে দমকলের আটটি ইঞ্জিন, পাঁচটি জাম্বো ট্যাঙ্কার, একটি জলের ট্যাঙ্কার, একটি কুইক রেসপন্স ভেহিকেল এবং একটি শ্বাসযন্ত্রের ভ্যান ঘটনাস্থলে পৌঁছয়। আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে অবস্থানরত এনডিআরএফের একটি দল বিএমসিকে আগুনের খবর দেয়।
ওই এলাকার এক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীর কথায়, 'বেশ বড়সড় আগুন লেগেছে, সেটটা সম্পূর্ণ পুড়ে গেছে।'