এক্সপ্লোর
আমি অ্যাকশন নির্ভর ছবি করতে চাই:বিদ্যা বালন

মুম্বই: জাতীয় পুরষ্কার জয়ী অভিনেত্রী বিদ্যা বালন জানিয়েছেন, এবার তিনি অ্যাকশনধর্মী ছবি করতে বিশেষ আগ্রহী। প্রসঙ্গত, বিদ্যার পরবর্তী ছবি সুজয় ঘোষের ‘কহানি ২:দুর্গা রানি সিংহ’-এ কিছু অ্যাকশনের দৃশ্য রয়েছে। ট্রেলর মুক্তির সঙ্গে সঙ্গেই বিদ্যার অভিনয় নজর কেড়েছে সেখানে। ছবির ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন বিদ্যা। এছাড়া ছবির ট্রেলর প্রকাশ অনুষ্ঠানে সকলকে চমকে দিতে বিদ্যা ছবিতে অভিনয়ের সময় যে মেকআপ নিয়েছিলেন, সেই মেকআপেই প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সিনেমায় তিনি নিজের চরিত্রটিকে এভাবেই তুলে ধরতে চান। বলিউডে নিজের দীর্ঘ কেরিয়ারে সবসময়ই বিতর্ক থেকে দূরে থেকেছেন বিদ্যা। তাঁর কাজের জন্যেই তাঁকে সবাই চেনে। তাই বিদ্যা ছবিও বাছেন এমন, যাঁর ভেতর দিয়ে তিনি নিজেকে সবচেয়ে ভাল ফুটিয়ে তুলতে পারেন, দাবি অভিনেত্রীর। শুধু তাই নয়, তাঁর ওজন যে চর্চার বিষয় হয়েছে, সেটাও উপভোগ করেন বিদ্যা। তাঁর মজা লাগে লোকে যখন বলে, দেখ বিদ্যা কত মোটা হয়েছে, আবার যখন বলে, বিদ্যা ফের ওজন ঝরিয়ে ফেলেছেন। অভিনেত্রীর দাবি চর্চায় থাকতে সকলেই পছন্দ করেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















