এক্সপ্লোর
অজয় দেবগনের সঙ্গে সিনেমার অফার এলে ফেরাবেন না টব্বু

মুম্বই: অজয় দেবগনের সঙ্গে কোনও সিনেমার অফার এলে ফেরাবেন না টব্বু। কারণ, অজয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভালো। টব্বু অজয়ের সঙ্গে ‘তক্ষক’, ‘হকিকত’, ‘বিজয়পথ’, ‘দৃশ্যম’ और ‘গোলমাল এগেন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। টব্বু বলেছেন, অজয় আমার ছোটবেলার বন্ধু। ওর সঙ্গে কাজ করাটা উপভোগ করি। অজয়ের সঙ্গে কোনও সিনেমার অফার এলে না করব না। টব্বু বলেছেন, প্রযোজক বা পরিচালক হিসেবেও অজয় তাঁকে কোনও কাজ করতে বললে তা নিশ্চিতভাবে করবেন। তিনি জানিয়েছেন, লব রঞ্জন (প্রযোজক)-এর সিনেমায় ফের তাঁকে অজয়ের সঙ্গে দেখা যাবে। উল্লেখ্য, রোহিত শেঠ্ঠি পরিচালিত ‘গোলমাল এগেন’ আগামীকাল মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















