Ichheymoto Parbon: প্রথমবার মঞ্চাভিনয় সুদীপ্তার মেয়ের, দীর্ঘদিন পরে থিয়েটারে ফিরলেন রাহুল
Ichheymoto Parbon News: বর্ষশেষের রাত অর্থাৎ ৩১ ডিসেম্বর অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের (Academy Of Fine Arts)-এ আয়োজন করা হয়েছিল সারারাত ব্যাপী এই অনুষ্ঠানের
কলকাতা: প্রথমবার মঞ্চে অভিনয় সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)-র কন্যা শাহিদা। দীর্ঘদিন পরে মঞ্চাভিনয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও (Rahul Arunodoy Banerjee)। বছর শেষের রাতে থিয়েটারপ্রেমীদের জন্য উপহার সাজাল 'ইচ্ছেমতো পার্বণ' (Ichheymoto Parbon)।
বর্ষশেষের রাত অর্থাৎ ৩১ ডিসেম্বর অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের (Academy Of Fine Arts)-এ আয়োজন করা হয়েছিল সারারাত ব্যাপী এই অনুষ্ঠানের। একের পর এক নাটক ছিল দর্শকদের জন্য। অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন বিষ্ণুপ্রিয়া দত্ত, বিমল চক্রবর্তী ও কমলেশ্বর মুখোপাধ্যায়।
অনুষ্ঠানসূচী ছিল কিছুটা এইরকম, উদ্বোধনের পরে ছিল নান্দীকারের প্রযোজনায় নাটক 'অন্তরণ'। অভিনয়ে ছিলেন সপ্তর্ষি মৌলিক, অনিন্দিতা চক্রবর্তী, অর্ঘ্য দে সরকার ও অয়ন ঘোষ। মুখ্য উপদেষ্টা ছিলেন সোহিনী সেনগুপ্ত, নিদের্শনার দায়িত্বে সপ্তর্ষি মৌলিক।
এরপর ছিল 'ভালবাসার পদাবলী' নাটকটি। সৌমিত দেবের এই নাটকের প্রযোজনা করেছে ইচ্ছেমতো। অভিনয়ে তূর্ণা দাস ও জয়দীপ ভট্টাচার্য্য। সঙ্গীত পরিচালনা দেবদীপ মুখোপাধ্যায় ও পরিচালনার দায়িত্বে ছিলেন সৌরভ পালধি।
এরপর শতদল চক্রবর্তীর গোণিকা ও গোয়ের্ণিকা নাটকটি উপস্থাপিত হয়েছিল দর্শকদের জন্য। নাটকটি প্রযোজনা করেছিল প্রাচ্য, নির্দেশনার দায়িত্বে ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়।
এরপর ইচ্ছেমতোর পরিচালনায় মঞ্চস্থ হয়েছিল ম্যাডি নাটকটি। প্রযোজনা করেছেন ইচ্ছেমতো। নাটকে অভিনয় করেছেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও বুদ্ধদেব দাস। সঙ্গীত পরিচালনা দেবদীপ মুখোপাধ্যায় ও পরিচালনার দায়িত্বে ছিলেন সৌরভ পালধি।
বাংলার শব্দের খেলা নিয়ে মঞ্চস্থ হয় শব্দবাজি। পরিবেশনা রয় চৌধুরী। এরপর থিয়েটার প্ল্যাটফর্মের প্রযোজনায় মঞ্চস্থ হয় লাইফ। অভিনয়ে সুদীপ্তা চক্রবর্তী। নাটক ও নির্দেশনার দায়িত্বে ছিলেন দেবাশিস।
এরপর পরিবেশিত হয় কাব্যে গানে। প্রযোজনা নটে নটুয়া। মূল গায়ক, কবিতা পাঠ, অভিনয় ও নির্দেশনা, গৌতম হালদার।
View this post on Instagram