Ideas Of India Summit 2025 : শিল্পীদের নজর রাখা উচিত কীসে ? আইডিয়াজ অব ইন্ডিয়ায় সোজাসাপটা তাপসী পন্নু
Taapsee Pannu On Ideas of India Summit 2025: আইডিয়াজ অব ইন্ডিয়ায় এসে নিজের চিন্তাভাবনা সামনে রাখলেন বলিউডের এই তারকা , কী বললেন তাপসী পন্নু ?

নয়াদিল্লি: ডিজিটালাইজেশনের যুগে মুহূর্তেই ট্রোলড হচ্ছে বহু মানুষ। বিষয় যাই হোক না কেন, সেলেব থেকে সাধারণ কেউ নেই, সেই তালিকায় বাদ। রিল ও রিয়েলের টানাপোড়েনে কি আটকে পড়েন অভিনেতা-অভিনেত্রীরাও ? বক্সঅফিসে ঢেউ তুলতে গিয়ে, পারিবারিক সম্পর্কে ঘূণ ধরে নাতো ? একজন অভিনেতা ও অভিনেত্রীর কোন বিষয়টায় প্রধানত নজর রাখা উচিত, এই দর্শনটাই প্রতিটি শিল্পীকে আলাদা তৈরি করে। হয়তো এখানেই একজন শিল্পী, তাঁর মৌলিক রূপ সেলুলয়েডে ফুটিয়ে তুলতে পারেন। আজ এবিপি নেটওয়ার্কের (ABP Network) আইডিয়াজ অফ ইন্ডিয়া (Ideas of India)-র মঞ্চে নিজের চিন্তা ভাবনার স্পষ্ট ধারণা দিলেন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী তাপসী পন্নু (Taapsee Pannu)।
তাপসী পন্নু: .. এটাকে এত সহজে দেখা সম্ভব নয়। কারও যে মেধা আছে, তা দেখাতে গেলে বড় পর্দায় গিয়ে দেখতে হবে ! তাই সেখানে শিল্পীর জন্য একটা সীমাবদ্ধতা থেকে যায় । একজন শিল্পী হয়ে আমি এটাই বলব, সোশ্যালমিডিয়ায় কী হচ্ছে না হচ্ছে, সেটার থেকে, আমরা স্ক্রিনে কী করছি, আমাদের এই জিনিসটায় বেশি মনযোগ দেওয়া উচিত।
এবিপি নেটওয়ার্ক, আইডিয়াজ অফ ইন্ডিয়া: সোশ্যল মিডিয়ায় যখন ট্রোলড করা হয়, তখন কি আপনাদের জীবন প্রভাবিত হয় ?
তাপসী পন্নু: হ্যাঁ, শুরুর দিকে এটা খুবই হত। আসলে আমরা না মানুষকে খুশি করতে যাই ! অডিয়েন্সের ভিড়কে খুশি করতে যাই, কেন না আমরা বিনোদনে কাজ করি। আমার অনেকটা সময় লেগেছে, নিজেকে জানতে, যে আমি People Pleaser নই। এবং আমাকে যেনও তার ভিত্তিতেই বিচার করা হয়। কেউ যেভাবেই আমার সঙ্গে কথা বলুক না কেন, আমি তার বদলে হাতজোড় করে, দ্বিতীয় গাল এগিয়ে দেব, আমার এই অ্যাটিটিউড নেই। তবে হ্যাঁ, আমি না এরকম কিছু হলে, ওই কথাকে গুরুত্ব না দিয়েই, ওই স্থান ছেড়ে তৎক্ষণাৎ বেরিয়ে যাব। এটা জরুরি নয় যে আমি থাপ্পড় মারলাম কিনা, আমি ওখান থেকে চুপচাপ বেরিয়েও যেতে পারি।
আরও পড়ুন, সময় রায়নার পরে ইউটিউব থেকে সব ভিডিয়ো মুছলেন এই কৌতুকশিল্পীও !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
