IIFA 2024: তারকাদের পারফর্ম্যান্স, কিং খানের সঞ্চালনা, ঝাঁ চকচকে IIFA-জুড়ে উৎসবের আমেজ, সেরার শিরোপা পেলেন কারা?
Winners List: প্রত্যেকবারের ধারা অব্যাহত রেখেই তারকা সমাবেশ, নাচ-গান, তারকাদের দারুণ পারফর্ম্যান্স, কিং খানে (Shah Rukh Khan) অনবদ্য সঞ্চালনায় প্রায় উৎসবের আমেজ তৈরি হয়েছিল সেখানে।
আবু ধাবি: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির, বিশেষত বলিউডের সবচেয়ে বড়, ঝাঁ চকচকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, IIFA অ্য়াওয়ার্ডস সম্প্রতি (IIFA 2024) অনুষ্ঠিত হল আবু ধাবিতে (Abu Dhabi)। প্রত্যেকবারের ধারা অব্যাহত রেখেই তারকা সমাবেশ, নাচ-গান, তারকাদের দারুণ পারফর্ম্যান্স, কিং খানে (Shah Rukh Khan) অনবদ্য সঞ্চালনায় প্রায় উৎসবের আমেজ তৈরি হয়েছিল সেখানে। সঙ্গে ঘোষণা করা হল এবারের 'আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম অ্যাকাডেমি' অ্যাওয়ার্ড (International Indian Film Academy Awards) বিজয়ীদের তালিকা।
এবারের IIFA ২০২৪ বিজয়ীদের তালিকায় রইল কাদের নাম?
পাঞ্জাবের সেনসেশন কর্ণ অজলার গানে বুঁদ সাধারণ মানুষ অনেকদিনই। তিনি বাড়ি নিয়ে গেলেন 'ইন্টারন্যাশনাল ট্রেন্ডসেটার অফ দ্য ইয়ার' পুরস্কার। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গাও। 'অ্যানিম্যাল' ছবির সম্পাদনার জন্য পেলেন এই পুরস্কার। তাঁর কাজ দর্শককে এক মুহূর্তের জন্য পর্দা থেকে চোখ সরানোর ফুরসৎ দেয়নি এবং সেই সঙ্গে বছরের অন্যতম চর্চিত ছবি হয়ে ওঠে এটি। 'পাঠান' ছবির কোরিওগ্রাফির জন্য শ্রেষ্ঠত্বের শিরোপা পান বস্কো-সিজার জুটি।
সেরা ছবি - অ্যানিম্যাল
সেরা পরিচালক - বিধু বিনোদ চোপড়া (১২থ ফেল)
সেরা অভিনেতা - শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেত্রী - রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা সহ-অভিনেতা - অনিল কপূর (অ্যালিম্যাল)
সেরা সহ-অভিনেত্রী - শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা খলনায়ক - ববি দেওল (অ্যানিম্যাল)
সেরা সঙ্গীত পরিচালনা - অ্যানিম্যাল
সেরা গায়ক - ভূপিন্দর বব্বল (অ্যানিম্যাল ছবির 'অর্জন ভৈলি')
সেরা গায়িকা - শিল্পা রাও (জওয়ান ছবির 'চলেয়া')
আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা - হেমা মালিনি
সেরা নবাগত - আলিজেহ অগ্নিহোত্রী
সেরা গল্প - রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা লিরিক্স - সিদ্ধার্থ সিংহ, গরিমা ওয়াহাল (অ্যানিম্যাল ছবির 'সতরঙ্গা')
সেরা গল্প (অ্যাডপ্টেড) - ১২থ ফেল
টেকনিক্যাল বিষয়ে যাঁরা রইলেন সেরার তালিকায়
সেরা সিনেমাটোগ্রাফি - জি কে বিষ্ণু (জওয়ান)
সেরা চিত্রনাট্য - বিধু বিনোদ চোপড়া, জসকুয়ার কোহলি, অনুরাগ পাঠক, আয়ুষ সাক্সেনা, বিকাশ দিব্যকীর্তি (১২থ ফেল)
সেরা সংলাপ - ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি)
সেরা সম্পাদনা - সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিম্যাল)
সেরা কোরিওগ্রাফি - বস্কো-সিজার (পাঠান)
সেরা সাউন্ড ডিজাইন - সচিন সুধাকরণ, হরিহরণ এম (অ্যানিম্যাল)
সেরা মিক্সিং - সম্পথ আলওয়ার, ক্রিস জেকবসন, রব মার্শাল, মার্তি হামফ্রে (জওয়ান)
সেরা আবহ সঙ্গীত - হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)
সেরা স্পেশাল এফেক্টস (ভিস্যুয়াল) - রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।