(Source: ECI/ABP News/ABP Majha)
ক্যান্সারকে হারিয়ে ঠিক বেরিয়ে আসব: সঞ্জয় দত্ত
ক্যান্সারের বিরুদ্ধে তাঁর লড়াই নিয়ে প্রথমবার মুখ খুললেন সঞ্জুবাবা...
মুম্বই: ক্যান্সারের বিরুদ্ধে তাঁর লড়াই নিয়ে প্রথমবার মুখ খুললেন সঞ্জয় দত্ত। বলিউড অভিনেতা জানালেন, তিনি আশাবাদী যে তিনি এই রোগকে ঠিক হারিয়ে দেবেন।
গত অগাস্ট মাসে, ৬১ বছরের সঞ্জুবাবা জানিয়েছিলেন, তিনি চিকিৎসার জন্য কিছুদিন কাজ থেকে বিশ্রাম নেবেন। সেই সময় বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত অভিনেতা।
বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সঞ্জয়। সেখানে দেখা গিয়েছে, জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে তিনি চুল কাটাচ্ছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, চুলে হাকিমের নকশা করা একটি দাগকে দেখিয়ে সঞ্জু বলছেন, এটা আমার জীবনের সাম্প্রতিকতম দাগ। তবে একে আমি হারাবই। শীঘ্রই আমি ক্যান্সার থেকে বেরিয়ে আসব।
প্রযোজক-স্ত্রী মান্যতা ও তাঁদের ৯ বছরের যমজ পুত্রদ্বয়-- শাহরান ও ইকরার সঙ্গে সময় কাটাতে গতমাসে দুবাই গিয়েছিলেন সঞ্জয়। সম্প্রতি, 'সড়ক ২' ছবিতে দেখা গিয়েছে সঞ্জয়কে। ভবিষ্য়তে, 'কেজিএফ: চ্যাপ্টার ২' ও রণবীর কপূর অভিনীত 'শামশেরা' ছবিতে দেখা যাবে অভিনেতাকে।
সঞ্জয় জানান, ২০১৮ সালে মুক্তি পাওয়া কেজিএফ ছবির সিক্যোয়েলের জন্য তিনি দাড়ি রাখতে শুরু করেছেন। 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর শ্যুটিং আগামী মাসে শুরু হওয়ার কথা। এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে করছেন কন্নড় তারকা যশের।
সঞ্জয় বলেন, নভেম্বরেই ছবির কাজ শুরু হবে। তার আগে চরিত্রের লুক আনা জরুরি। ফিল্ম সেটে ফিরতে পেরে আমি খুশি। পাশাপাশি, শামিরা ছবির ডাবিংয়ের কাজও হবে। ফলে, সব মিলিয়ে আমি উচ্ছ্বসিত।
ভিডিওতে হেয়ার স্টাইলিস্ট হাকিমকে বলতে শোনা গিয়েছে, সঞ্জয়কে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দেখে তিনি খুশি। এর উত্তরে দত্ত জানান, চিকিৎসার জন্য তাঁর ওজন করে গিয়েছিল। এখন তা ফিরে পেতে আবার ওয়ার্কআউট শুরু করেছেন। বললেন, আমার মাসল ফিরে আসছে। ধীরে ধীরে তা ফিরে আসছে। আমি এর (ক্যান্সার) থেকে ঠিক বেরিয়ে আসব।