Iman-Nilanjn Anniversary: বিয়ের প্রথম জন্মদিন, আদুরে পোস্টে একে অপরকে শুভেচ্ছা ইমন-নীলাঞ্জনের
Iman-Nilanjn Anniversary: বিয়ের তারিখ মজা করে কাটাতে শহর থেকে খানিক দুরে পাড়ি দিয়েছেন দম্পতি। নীলাঞ্জন ঘোষের ফেসবুক প্রোফাইল খুলতেই নজরে এল বাঘমুন্ডির এক রিসর্টের ছবি। পোজ দিয়েছেন ইমন।
কলকাতা: দেখতে দেখতে বছর পার। একে অন্যের সঙ্গে, হাতে হাত ধরে পথচলার অঙ্গীকারের বর্ষপূর্তি। আজকেই প্রেমের সম্পর্কে আইনি স্বীকৃতি মিলেছিল। ফলে ৩১ জানুয়ারি বেশ স্পেশাল সুরেলা জুটি ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের (Iman Chakraborty and Nilanjn Ghosh) জীবনে।
বাগদান সেরেছিলেন আগেই। তবে ৩১ জানুয়ারি ২০২১-এই রেজিস্ট্রি সেরেছেলিনে ইমন ও নীলাঞ্জন। তারপর নিয়ম মেনে বিয়ে। আজ তাঁদের প্রথম বিবাহ বার্ষিকী (First Wedding Anniversary)। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বরকে শুভেচ্ছা জানিয়েছেন ইমন। নিজেদের রেজিস্ট্রির দিনের একটি ছবি পোস্ট করে গায়িকা লেখেন, 'বিয়ের একবছর। নীলাঞ্জন, আমাদের জন্য তুমি যা যা করো তার জন্য ধন্যবাদ।'
অন্যদিকে স্ত্রীকে নিয়ে একটি ছবি পোস্ট করেন নীলাঞ্জনও। মজার ছলে তিনি লেখেন, 'এক বছর হয়ে গেল, কী দারুণ কাণ্ড হয়ে গেল।'
বিয়ের তারিখ মজা করে কাটাতে শহর থেকে খানিক দুরে পাড়ি দিয়েছেন দম্পতি। নীলাঞ্জন ঘোষের ফেসবুক প্রোফাইল খুলতেই নজরে এল বাঘমুন্ডির এক রিসর্টের ছবি। পোজ দিয়েছেন ইমন।
এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ইমন চক্রবর্তী। বিভিন্ন গানের ভিডিও হোক বা লাইভ পারফর্ম্যান্সের ছবি, বা ব্যক্তিগত জীবনের মজার আনন্দের মুহূর্ত। নিজের অনুরাগীদের সঙ্গে সবকিছু শেয়ার করেন গায়িকা। সামনেই তাঁর আরও একটি গানের ভিডিও মুক্তি পাবে, সেখানের ছবিও প্রায়ই পোস্ট করেন তিনি। এছাড়া মাঝে মধ্যেই নানা বিষয়ে নিজের মতামত রাখতে তিনি সোশ্যাল মিডিয়া লাইভেও আসেন। এখন শুধু গান নয়, ইমন পা রেখেছেন অভিনয় জগতেও।
আরও পড়ুন: Ranbir-Alia Pic: আলিয়াকে বুকে জড়িয়ে রয়েছেন রণবীর, প্রকাশ্যে তারকা জুটির অদেখা ছবি
ইমন ও নীলাঞ্জনের বিয়েতে ছিল চাঁদের হাট। সঙ্গীত জগতের প্রায় সব বড় নামই এসেছিলেন, সঙ্গে সিনেমা জগতের তারকারাও ছিলেন। গানের জগতের এই জনপ্রিয় জুটির জন্য রইল বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা।