![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'Bala Nacho To Dekhi' Music Video: বিয়ের মরসুমে নতুন গান নিয়ে হাজির ইমন চক্রবর্তী, সঙ্গী রোশনি ভট্টাচার্য
'Bala Nacho To Dekhi' Music Video: হলুদ থিমে সকলের সাজ, গায়ে হলুদ, গাছ কৌটো, সোনার গয়না, গাঁদা ফুল সঙ্গে ইমনের গলায় চিরপরিচিত সেই গানের নয়া সংস্করণ, সব মিলিয়ে বিয়েবাড়ি জমজমাট।
!['Bala Nacho To Dekhi' Music Video: বিয়ের মরসুমে নতুন গান নিয়ে হাজির ইমন চক্রবর্তী, সঙ্গী রোশনি ভট্টাচার্য Imon Chakraborty and Roshni Bhattacharya is here with the new song of this wedding season 'Bala Nacho To Dekhi' Music Video: বিয়ের মরসুমে নতুন গান নিয়ে হাজির ইমন চক্রবর্তী, সঙ্গী রোশনি ভট্টাচার্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/03/1704a7cb2bc5b098dedd68bc9136c23a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এখন তো বিয়ের মরসুম। তার ওপর ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। আর এমন সময়ের জন্য উপযুক্ত গান 'সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি'। আর এই সুযোগ একেবারেই হাতছাড়া করলেন না ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। বুঝলেন না তো? মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও, 'বালা নাচো তো দেখি' (Bala Nacho To Dekhi)।
গানটি তৈরি হয়েছে একটি বিয়েবাড়ির প্রেক্ষাপটে। বাঙালি বিয়ের অবিচ্ছেদ্য অঙ্গ 'গায়ে হলুদ'। আর সেই অনুষ্ঠানের জন্য একটি অনবদ্য গান 'বালা নাচো তো দেখি'! সারেগামা অরিজিনালসের উপস্থাপনায় মুক্তি পেল গানটি আজ, বৃহস্পতিবার। গানটি গেয়েছেন জাতীয় পুরস্কার জয়ী ইমন চক্রবর্তী। গানে দেখা যাচ্ছে বিয়ের কনে হলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।
View this post on Instagram
কিছুদিন ধরেই গানটি কথা জানাচ্ছিলেন রোশনি ও ইমন। ভিডিওয় দেখা গেছে গায়িকাকেও। গানের শেষ দৃশ্য দেখে আন্দাজ করা যায় এই মিউজিক ভিডিওয় তাঁরা দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন। হলুদ থিমে সকলের সাজ, গায়ে হলুদ, গাছ কৌটো, সোনার গয়না, গাঁদা ফুল সঙ্গে ইমনের গলায় চিরপরিচিত সেই গানের নয়া সংস্করণ, সব মিলিয়ে বিয়েবাড়ি জমজমাট। এখন এই মিউজিক ভিডিও শ্রোতা কতটা পছন্দ করেন সেটাই দেখার।
আরও পড়ুন: Aindrila Sharma: স্বাভাবিক ছন্দে ফিরছেন ঐন্দ্রিলা, শাড়ি, গয়নার সাজে মুগ্ধ অনুরাগীরা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)