Imran Khan: 'বিছানা থেকে উঠতাম না, দরজা বন্ধ করে ঘরে বসে থাকতাম সারাদিন', অবসাদে ভুগেছেন ইমরান খানও!
Imran Khan Interview: সন্তানের দায়িত্ব পালন নিয়েও মুখ খোলেন ইমরান। তিনি বলেন, 'আমরা আমাদের সন্তানের দায়িত্ব দুজনের মধ্যে ভাগ করে নিয়েছি'
কলকাতা: রুপোলি পর্দা থেকে তিনি দূরে সরেছেন বহুদিনই। ব্যক্তিগত জীবনেও ঝড় এসেছে বারে বারে। তাঁকে ভেঙেচুড়ে দিয়েছিল বিবাহবিচ্ছেদ। কেবল মানসিক নয়, শারিরীকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজের ব্যক্তিগত জীবন, কঠিন সময় নিয়ে কথা বললে ইমরান খান (Imran Khan)।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেন, '২০১৯ সালে আমার বিবাহ বিচ্ছেদের পরে, ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। শারিরীক এবং মানসিকভাবে, সেটা ছিল আমার কঠিনতম সময়। ভাষায় বর্ণনা করতে পারব না সেই সময়টাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজা বা স্নান করাটাকেও মনে হত বিশাল কাজ। এতটাই শারিরীকভাবে ক্ষমতা কমে গিয়েছিল আমার। জীবনে কোনও লক্ষ্য ছিল না। কেন বেঁচে রয়েছি, কী করছি, কিছুই যেন ঠিক করতে পারতাম না। বিছানা থেকে উঠতে পারতাম না আমি। ভাল পোশাক পরতে পারতাম না, ইচ্ছাও হত না। দিনের পর দিন শোয়ার পোশাক পরেই থাকতাম সারাটা দিন। বাড়ির ভিতর থেকে দরজার বেল বন্ধ করতে রাখতাম যাতে কেউ এলে ডাকতে না পারে। কারও সঙ্গে দেখা করতাম না, দরজা বন্ধ করে বসে থাকতাম, এক্কেবারে একা।'
এরপরে, সন্তানের দায়িত্ব পালন নিয়েও মুখ খোলেন ইমরান। তিনি বলেন, 'আমরা আমাদের সন্তানের দায়িত্ব দুজনের মধ্যে ভাগ করে নিয়েছি। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আমার মেয়ে আমার সঙ্গেই থাকে। আর ও যখন আমার সঙ্গে থাকে, তখন আমার যাই শারিরীক পরিস্থিতি থাকুক না কেন, যত ক্লান্তই লাগুক না কেন, আমায় উঠতে হয়, সমস্ত কাজ করতে হয়, জীবন কাটাতে হয়।'
সদ্য একটি নতুন বাড়িতে ঠিকানা বদল করেছেন ইমরান। প্রথমে শোনা গিয়েছিল, শহরের মধ্যেই নিজের জন্য একটি বিলাশবহুল প্রাসাদ তৈরি করেছেন তিনি। পরে অবশ্য জানা যায়, শহরের মধ্যে নয়, একেবারে শহরের উপকন্ঠে, কোলাহল থেকে দূরে একটি ছোট্ট বাড়ি তৈরি করেছেন ইমরান। আপাতত তিনি শেখানেই থাকেন। সম্ভবত শহরের কোলাহল আর বেশি লোকজন এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান।
আরও পড়ুন: Salman Khan: সলমনের থেকে বিগ বস সঞ্চালনা করতে ৬ গুণ কম টাকা নিচ্ছেন অনিল কপূর!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।