Independence Day 2022: স্বাধীনতা দিবস পালন করুন বলিউডের এই বিখ্যাত দেশাত্মবোধক গানগুলির সঙ্গে
দেশ মাতছে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এ। আপনিও দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করুন এই জনপ্রিয় দেশাত্মবোধক বলিউড গানের সঙ্গে।
নয়াদিল্লি: আর বাকি মাত্র দুই দিন। গোটা দেশে ইতিমধ্যেই সাজো সাজো রব। তেরঙ্গায় (tricolour) সাজছে দেশের সর্বত্র। স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে (75th Independence Day) ভারত সরকারের 'আজাদি কা অমৃত মহোৎসব'-এ (Azadi Ka Amrit Mahotsav) সামিল ভারতবাসী।
এই বিশেষ দিন উদযাপনে সামিল করতে পারেন আপনার প্রিয় বলিউড গানগুলিকেও (Bollywood Patriotic Songs)। বলিউডের জনপ্রিয় কিছু দেশাত্মবোধক গানের তালিকা রইল আপনাদের জন্য।
'অ্যায়সা দেশ হ্যায় মেরা'
শাহরুখ খান ও প্রীতি জিন্টা অভিনীত 'বীর জারা' ছবির অনবদ্য সমস্ত গানের অন্যতম। দেশভক্তি, দেশের বিবিধ সংস্কৃতির সঙ্গে পরিচয় করা যায় এই গানের মাধ্যমে। দেশের ঐক্যের সন্ধান মিলবে এই গানে।
'অ্যায় মেরে বতন কে লোগো'
দেশাত্মবোধক গানের তালিকায় লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান থাকবে না, তা হতেই পারে না। দেশের প্রত্যেকটা মানুষেরই প্রায় ঠোঁটস্থ সুরসম্রাজ্ঞীর গাওয়া এই গান। ভারতীয় ১৯৬২ সালের যুদ্ধে অংশ নেওয়া সেনাবাহিনীকে সম্মান জানিয়ে হিন্দি লেখক কবি প্রদীপ এই গান লেখেন। সুর দেন সি. রামচন্দ্র।
'ভারত হমকো জান সে পেয়ারা হ্যায়'
১৯৯২ সালের মণি রত্নম পরিচালিত 'রোজা' ছবির এই গান গেয়েছিলেন হরিহরন। পি কে মিশ্রের লেখা ও এ আর রহমানের সুর। মধু ও অরবিন্দ স্বামী অভিনীত ছবির এই গান এখনও মানুষের মনে দেশাত্মবোধ বাড়িয়ে তোলে।
'ইয়ে দেশ হ্যায় বীর জওয়ানো কা'
এই কালজয়ী গানের কোনও ভূমিকা প্রয়োজন হয় কি? 'নয়া দৌড়' ছবির অন্যতম জনপ্রিয় গান। বলবীর, মহম্মদ রফি এই গানে কণ্ঠ দেন। লেখেন সাহির লুধিয়ানভি।
'তু ভুলা জিসে'
সম্প্রতি আমাদের ছেড়ে গেছেন গায়ক কেকে। কিন্তু তাঁর গানের মাধ্যমে তিনি বেঁচে রয়েছেন তাঁর কোটি কোটি অনুরাগীদের মনে। অক্ষয় কুমার অভিনীত 'এয়ারলিফ্ট' ছবির এই দেশাত্মবোধক গান বোধ করি এই বছর আরও বেশি করে মনে দাগ কাটবে। এই বিশেষ দিনে গানে গানে আরও একবার গায়ককে স্মরণ করা যাক।
'মা তুঝে সলাম'
এ আর রহমানের অ্যালবামের গান। এটি 'সোনি মিউজিক ইন্ডিয়া'র আজ পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া নন-ফিল্ম অ্যালবাম। ভারতের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে এই অ্যালবাম মুক্তি পায়। সেই থেকে সাড়া ফেলেছে এই অ্যালবামের প্রত্যেকটি গান, বিশেষত 'মা তুঝে সলাম'।
'আই লভ মাই ইন্ডিয়া'
শাহরুখ খান ও মহিমা চৌধুরি অভিনীত 'পরদেশ' ছবির গান। হরিহরন ও কবিতা কৃষ্ণমূর্তি, শঙ্কর মহাদেবন ও আদিত্য নারায়ণের মিলিত প্রয়াসে তৈরি গান। আনন্দ বক্সির লেখা ও নদিম-শ্রবণের সঙ্গীত পরিচালনায় তৈরি।
'ইয়ে জো দেশ হ্যায় তেরা'
২০০৪ সালে মুক্তি পায় শাহরুখ খান ও গায়ত্রি যোশী অভিনীত 'স্বদেশ'। সেই ছবির একাধিক গানের অন্যতম জাভেদ আখতার রচিত ও এ আর রহমানের কম্পোজিশন 'এই জো দেশ হ্যায় তেরা'।
'মেরা রং দে বসন্তি চোলা'
পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ভগবন্ত মানের শপথ গ্রহণ থেকে ফের ট্রেন্ডিং এই বিখ্যাত গান। ২০০২ সালের 'দ্য লেজেন্ড অফ ভগৎ সিং' ছবির গান। সোনু নিগম, মনমোহন ওয়ারিসের কণ্ঠে এই গান মুগ্ধ করে শ্রোতাদের। সঙ্গীত পরিচালনায় আবারও এ আর রহমান। অভিনয়ে অজয় দেবগণ, সুশান্ত সিংহ, ডি. সন্তোষ।
'মেরে দেশ কি ধরতি'
আমাদের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গান এটি। ১৯৬৭ সালের 'উপকার' ছবির গান এটি। গানটি তৈরি করেছিলেন কল্যাণজি-আনন্দজি। লিরিক্স গুলশন কুমার মেহতার। কণ্ঠ দিয়েছিলেন মহেন্দ্র কপূর। মনোজ কুমার অভিনীত এই ছবিও দেশাত্মবোধক। এই গানের হাত ধরেই মনোজ কুমারের একটি ডাকনাম হয়, 'মিস্টার ভারত'।
'তেরি মিট্টি'
২০১৯ সালে মুক্তি পায় অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত 'কেসরি'। মনোজ মুনতাশিরের লেখা, অর্কপ্রভ মুখোপাধ্যায়ের কম্পোজিশনে তৈরি এই গানটি গেয়েছিলেন বি প্রাক। পরবর্তীকালে এই গানটিতে মহিলাকণ্ঠ দিয়েছিলেন পরিণীতি।
'কন্ধো সে মিলতে হ্যায় কন্ধে'
জাভেদ আখতার রচিত 'লক্ষ্য' ছবির গান এটি। সঙ্গীত পরিচালনায় শঙ্কর-এহসান-লয়। গেয়েছিলেন শঙ্কর মহাদেবন, সোনু নিগম, হরিহরন, রূপ কুমার রাঠৌড়, কুণাল গাঞ্জাওয়ালা, বিজয় প্রকাশ। হৃত্বিক রোশন, প্রীতি জিন্টা, অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি বেশ জনপ্রিয় হয়েছিল তার গল্পের জন্য।
'অ্যায় বতন'
সাম্প্রতিককালের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গান। আলিয়া ভট্ট ও ভিকি কৌশলের 'রাজি' ছবির গান। অরিজিৎ সিংহ ও সুনিধি চৌহানের গাওয়া। গুলজারের রচনায় গায়ে কাঁটা দেওয়ায় এই গান।
আরও পড়ুন: Ditipriya-Dibyojyoti: শাঁখা পলা দিয়ে দিতিপ্রিয়াকে বিয়ের প্রস্তাব দিব্যজ্যোতির, পরিণতি পাবে প্রেম?