পিএনবিকাণ্ড: ‘নাগরিক’ মেহুল চোকসিকে তুলে দিতে অ্যান্টিগাকে অনুরোধ ভারতের
নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসিকে প্রত্যর্পণের জন্য অ্যান্টিগা প্রশাসনকে অনুরোধ করল ভারত।
অ্যান্টিগার নাগরিকত্ব পেয়ে সেখানেই রয়েছেন চোকসি। সূত্রের খবর, শনিবার, বিদেশমন্ত্রকের কয়েকজন আধিকারিক অ্যান্টিগা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করে চোকসির প্রত্যর্পণের আর্জি জানান।
সাড়ে ১২ হাজার কোটি টাকা পিএনবি-প্রতারণা মামলায় মূল অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর সম্পর্কে মামা হন মেহুল। দেশের বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণাকাণ্ডে অভিযুক্ত এই দুজনের নাম ওয়ারেন্ট জারি করেছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
খবরে প্রকাশ, ২০১৭ সালের নভেম্বর মাসে ভারত সরকারের ছাড়পত্র মেলায় চোকসির নাকরিকত্ব মঞ্জুর করেছিল অ্যান্টিগা সরকার। কারণ, সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেন। পিএনবিকাণ্ড ফাঁস হওয়ার পর চলতি বছরের ৪ জানুয়ারি ভারত ছাড়েন চোকসি। এরপর ওই মাসেরই ১৫ তারিখ অ্যান্টিগার নাগরিক হিসেবে শপথ নেন চোকসি।
প্রসঙ্গত, অ্যান্টিগা ও বার্বাডুয়া প্রশাসনের নিয়ম অনুযায়ী, ১ লক্ষ মার্কিন ডলার (বর্তমান ভারতীয় মূল্য অনুযায়ী ৬৭ লক্ষ টাকা) সেদেশের জাতীয় উন্নয়নমূলক তহবিলে লগ্নি করলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সেদেশের পাসপোর্ট দেওয়া হয়।