এগারোয় পা দুই সন্তানের, জন্মদিনের ছবি পোস্ট মান্যতা দত্তের
'খল নায়ক' অভিনেতাও নিজের সোশ্যাল সাইটে পোস্ট করে সন্তানদের জন্মদিনের শুভেচ্ছা জানান। খুদেদের সঙ্গে নানান মিষ্টি মুহূর্তের ছবি কোলাজ করে পোস্ট করেন তিনি।
মুম্বই: এগারো বছরে পা দিল সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের দুই সন্তান শাহরান ও ইকরা। ২১ অক্টোবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বার্থডে ব্যাশ'-এর কিছু মিষ্টি ছবি শেয়ার করলেন সঞ্জয়-পত্নী মান্যতা।
ইকরা ও শাহরানের জন্মদিনের মধ্যরাতের উদযাপন। মান্যতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি। 'হ্যাপি পিকচার' শেয়ার করে এক আবেগঘন পোস্টও লিখেছেন তিনি। মান্যতা লেখেন, 'স্বপ্ন দেখতে থাকো, জয় করতে থাকো!! ডানা মেলে দাও ও খুশি, ভালবাসা, হাসি ছড়াও, বেঁচে থাকো। শুভ জন্মদিন।'
View this post on Instagram
ইকরা ও শাহরানকে ছবিতে কেক কাটতে দেখা গেল। ছবির কমেন্ট সেকশনে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। অপর একটি ছবিতে দেখা গেল মান্যতা ও সঞ্জয় একসঙ্গে হাত লাগিয়েছেন 'কেক কাটিং'-এ।
'খল নায়ক' অভিনেতাও নিজের সোশ্যাল সাইটে পোস্ট করে সন্তানদের জন্মদিনের শুভেচ্ছা জানান। খুদেদের সঙ্গে নানান মিষ্টি মুহূর্তের ছবি কোলাজ করে পোস্ট করেন তিনি। 'সঞ্জু বাবা' ক্যাপশনে লেখেন, 'আমার মূল্যবান সন্তানদের জন্মদিনের শুভেচ্ছা! ভালবাসা ও আনন্দ সবসময়ে তোমাদের সঙ্গে থাকুক।' তাঁর পোস্টে রীতেশ দেশমুখ, ডাব্বু রতনানি থেকে শুরু করে একাধিক টিনসেল টাউন সেলেব কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন।
View this post on Instagram
আরও পড়ুন: শ্যুটিং শেষ, এমএমএস ঘিরে বদলে যাওয়া জীবনের গল্প বলবে 'উত্তরণ'