এক্সপ্লোর
Advertisement
বিরুষ্কার বিয়ে: পোশাক থেকে মেনু- জেনে নিন সব কিছু
মুম্বই: বাইরে জানাজানি হয়নি ঠিকই। কিন্তু বেশ কিছুদিন ধরেই ভিতরে ভিতরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। জানা গিয়েছে, এ বছর অগাস্টে শ্রীলঙ্কা ঘুরতে গিয়ে বিয়ে সেরে ফেলবেন বলে ঠিক করেন বিরাট-অনুষ্কা। এরপরেই দুই পরিবার একসঙ্গে বলে বিয়ের দিন ঠিক করে।
২০১৪-য় অনুষ্কা এক সাক্ষাৎকারে বলেন, তিনি চাইবেন তাঁর বিয়ে হোক প্রথা মেনে, চিরাচরিতভাবে। একইসঙ্গে প্রকৃতির মধ্যে, সম্ভব হলে আঙুরের বনে। যেভাবে চেয়েছিলেন, ঠিক সেভাবেই বিরাট কোহলিকে বিয়ে করলেন তিনি।
হাই প্রোফাইল এই বিয়ের ডিজাইন করেন দিল্লির ওয়েডিং প্ল্যানার দেবিকা নারায়ণ। তাঁর স্বামী ফটোগ্রাফার জোসেফ রাধিক তোলেন অনুষ্ঠানের ছবি।
দেখুন বিরাটের গায়ে হলুদের ভিডিও
বর-কনে দুজনেরই পোশাক তৈরির দায়িত্বে ছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আশীর্বাদ থেকে মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, ভোজ- সব কিছুর জন্যই তাঁরা তৈরি করেন বিরুষ্কার পোশাক। আশীর্বাদে অনুষ্কা চেয়েছিলেন সব্যসাচীর তৈরি ভেলভেটের শাড়ি। তাই সব্যসাচীর সিগনেচার গুলকন্দ বার্গান্ডি দিয়ে তৈরি হয় শাড়িটি। হাতে এমব্রয়ডারি করা হয় ছোট্ট ছোট্ট মুক্তো ও শ্রেষ্ঠ মানের জারদৌসি আর মারোড়ি দিয়ে। সঙ্গে অনুষ্কা পরেন আনকাট হিরে ও মুক্তোর চোকার, মানানসই দুল। [embed]https://www.instagram.com/p/Bckf9-HlW1r/[/embed] [embed]https://www.instagram.com/p/BckcpaEFpgL/?taken-by=sabyasachiofficial[/embed] আসা যাক মেনুতে। ক্যাটারিংয়ের দায়িত্বে ছিলেন শেফ ঋতু ডালমিয়া। বিকানিরি রোটিতে মোড়া পোর্সিনি মাশরুম থেকে স্টাফড রাভিওলি সঙ্গে পনির কুরচান- ভারতীয় ও ইতালীয় ঘরানার সংমিশ্রণ ছিল তাতে। আর শেষ পাতে ছিল রাবড়ির মত মিষ্টি।(exclusive) video from #VirushkaWEDDING @imVkohli @AnushkaSharma pic.twitter.com/nV3akc8Ga8
— Dhamaal Post (@DhamaalPost) December 11, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement