এক্সপ্লোর
Advertisement
অরিজিতের আর্জিতেও গলল না বরফ! রাহাতের গলায় সুলতানের গান টুইট সলমনের
মুম্বই: গায়ক অরিজি ৎ সিংহের ওপর যে তাঁর রাগ আদৌ কমেনি, সেই বার্তাই কি দিলেন বলিউড তারকা সলমন খান? তাঁর আগামী সিনেমা ‘সুলতান’-এর আরও একটি গান মুক্তি পেয়েছে। সেই গান টুইট করে অরিজিতের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন সলমন? এই জল্পনা তীব্রতর হয়েছে টিনসেল টাউনে। কেননা, ওই গানটির নাম ‘জগ্ ঘুমিয়ে থারে’। আর এই গানটি আগে অরিজিত্ সিংহ গেয়েছিলেন এবং তা জনপ্রিয়তাও পেয়েছিল।
এবার সলমন ‘জগ্ ঘুমিয়ে থারে’-র যে ভার্সনটি টুইট করেছেন, তা গেয়েছেন রাহাত ফতে আলি খান।
Enjoy #JagGhoomeya Rahat's version . @SultanTheMovie https://t.co/DsKIG6sqBK
— Salman Khan (@BeingSalmanKhan) June 7, 2016
রাহাত এর আগেও সলমনের বেশ কয়েকটি সিনেমায় গান গেয়েছেন।
এই গানে রোমান্টিক মুডে দেখা গিয়েছে সলমনকে। সিনেমায় তিনি হরিয়ানার এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন। এই গানের মাধ্যমে সলমন তথা ‘সুলতানের’ সঙ্গে আরফা (এই ভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা শর্মা)-র রোমান্টিক সম্পর্ক দেখানো হয়েছে।
অরিজিতের গাওয়া গানটি সিনেমার ফাইনাল সাউন্ডট্র্যাকে থাকবে কিনা, তা এখনও জানা যায়নি।
কয়েকদিন আগেই অরিজিতের সঙ্গে সলমনের বনিবনা না হওয়ার খবর সামনে আসে। একটি অনুষ্ঠানে অরিজিতের আচরণে সলমন ক্ষুব্ধ হন বলে অভিযোগ। এরপর অরিজিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সলমনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি তাঁর গাওয়া গান সুলতান সিনেমা থেকে না সরানোরও আর্জি জানান। পরে অবশ্য ওই পোস্ট ডিলিট করে দেন অরিজিত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement