International Mathematics Day: আজ 'বিশ্ব গণিত দিবস', সকল 'অঙ্কপ্রেমী'র জন্য রইল ৫ ছবির সন্ধান
World Pi Day 2023: আপনি কি গণিত অর্থাৎ অঙ্কের প্রতি আকৃষ্ট? প্রচণ্ড ভালবাসেন এই বিষয়টি? তাহলে আপনার জন্য রইল পাঁচটি ছবির নাম। অঙ্ক ভালবাসলে এই ছবিগুলি অবশ্যই দেখা উচিত।
নয়াদিল্লি: ১৪ মার্চ। আজ আন্তর্জাতিক গণিত দিবস (International Mathematics Day)। এই দিনটিকে 'পাই ডে' (Pi Day) বলেও উল্লেখ করা হয় অনেক সময়, কারণ গাণিতিক ধ্রুবক 'পাই'-এর মান ৩.১৪। আপনি কি গণিত অর্থাৎ অঙ্কের প্রতি আকৃষ্ট? প্রচণ্ড ভালবাসেন এই বিষয়টি? তাহলে আপনার জন্য রইল পাঁচটি ছবির নাম। অঙ্ক ভালবাসলে এই ছবিগুলি অবশ্যই দেখা উচিত।
'দ্য ম্যান হু নিউ ইনফিনিটি' (The Man Who Knew Infinity)
পরিচালক ম্যাথিউ ব্রাউন। ভারতীয় গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজের জীবন ও অ্যাকাডেমিক কেরিয়ারের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। রামানুজের সঙ্গে তাঁর মেন্টর, প্রোফেসর জি. এইচ. হার্ডির বন্ধুত্বের সম্পর্কও তুলে ধরে এই ছবি। এই ছবিতে গণিতজ্ঞের ভূমিকায় দেখা গকেছে দেব পটেলকে। ভারতের ছোট শহরের ছেলে হয়ে এবং গণিতে খুব সীমিত আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েও সংখ্যাতত্ত্ব ও ইনফাইনাইট সিরিজে রামানুজের অবদান অনস্বীকার্য। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির গণিতজ্ঞদের কাছে চিঠি পাঠান তিনি। প্রায় বছর পাঁচেক ধরে তিনি কেমব্রিজের ইংরেজ গণিতজ্ঞ জি. এইচ. হার্ডির সঙ্গে থেকে পড়াশোনা করেন তিনি। কিন্তু মাত্র ৩২ বছর বয়সে টিউবারকিউলোসিসে আক্রান্ত হয়ে মারা যান রামানুজ।
'সুপার ৩০' (Super 30)
পরিচালক বিকাশ বহেল। বলিউডের আত্মজীবনীমূলক ছবি এটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন। গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয় এই ছবি, যিনি দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে কোচিং ক্লাস শুরু করেন। তাঁদের আইআইটি-জেইই পরীক্ষার জন্য তৈরি করে তোলাই ছিল তাঁর লক্ষ্য। 'সুপার ৩০' অত্যন্ত অনুপ্রেরণামূলক একটি ছবি। পটনার ম্যাথস মাস্টারমাইন্ড আনন্দ কুমারের জীবনের গল্প তুলে ধরে এই ছবি।
'শকুন্তলা দেবী' (Shakuntala Devi)
অনু মেনন পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। ভারতের বিখ্যাত গণিত 'জিনিয়াস' শকুন্তলা দেবীর জীবনীর ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। জটিল থেকে জটিলতর অঙ্ক কোনও যান্ত্রিক সাহায্য ছাড়া নিমেষের মধ্যে সমাধান করে ফেলার প্রতিভার কারণে তাঁকে বলা হয় 'মানব কম্পিউটার'। এই ছবি যেমন তাঁকে গণিতজ্ঞ হিসেবে সম্মান প্রদর্শন করে, তেমন একইসঙ্গে একজন মা, একজন স্ত্রী ও সর্বোপরি একজন মহিলা হিসেবে তাঁর ঘরে-বাইরে সংগ্রামের গল্পও বলে। মেয়ে অণুর সঙ্গে তাঁর সম্পর্কের মাধ্যমে গোটা গল্পটা দর্শকের সামনে উঠে আসে। বিদ্যার মেয়ের চরিত্রে সানিয়া মলহোত্রকে দেখা যায়।
'দ্য ইমিটেশন গেম' (The Imitation Game)
পরিচালক মর্টেন টিলডাম। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি এমনিতে ঐতিহাসিক থ্রিলার ঘরানার। ব্রিটিশ গণিতজ্ঞ, লজিশিয়ান ও কম্পিউটার সাইন্টিটিস্ট অ্যালান তুরিংয়ের ওপর তৈরি। যিনি নাৎসি জার্মানির নৌ এনিগমা কোড ক্র্যাক করার প্রধান চাবিকাঠি ছিলেন যা মিত্রশক্তিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হতে সাহায্য করে। কিন্তু পরে তাঁর সমকামিতার জন্য অপরাধমূলকভাবে বিচার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান এনিগমা কোড ভাঙার জন্য তাঁকে আনা হয়।
আরও পড়ুন: Shah Rukh Khan: এই অস্কারজয় সত্যিই অনুপ্রেরণামূলক, শুভেচ্ছা জানিয়ে বললেন কিং খান
'হিডেন ফিগারস' (Hidden Figures)
থিওডর মেলফি পরিচালিত এই ছবি মুক্তি পায় ২০১৬ সালে। এই ছবি ক্যাথেরিন জি জনসন, ডরথি ভগান ও ম্যারি জ্যাকসনের না বলা গল্প নিয়ে তৈরি। এঁরা নাসায় কর্মরত আফ্রিকান-আমেরিকান মহিলা। মহাকাশচারী জন গ্লেনকে কক্ষপথে উৎক্ষেপণের পিছনে এই তিন মাথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিতৃতান্ত্রিকতা ও বর্ণবিদ্বেষের ঊর্ধ্বে উঠে নিজেদের প্রতিভায় তাঁরা নতুন দিগন্তের উন্মোচন করেন।