এক্সপ্লোর
Advertisement
অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের সঙ্গে প্রেম করছেন জশপ্রীত বুমরাহ?
অনুপমা বুমরাহকে টুইটারে ফলো করতে শুরু করার পরেই এ নিয়ে গুঞ্জন শুরু হয়। অনেকে বলেন, দুজনের নিশ্চয় অ্যাফেয়ার চলছে।
মুম্বই: ক্রিকেটার ও ফিল্মি তারকাদের বন্ধুত্ব থেকে প্রেম থেকে বিয়ে নতুন কিছু নয়। মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুর থেকে হালের বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রেম ও বিয়ে বারবার সংবাদ শিরোনামে এসেছে। আর এবার সেই তালিকাতেই কি নতুন সংযোজন হতে চলেছেন জশপ্রীত বুমরাহ?
বুমরাহের তুখোড় বোলিং প্রতিভা এবারের বিশ্বকাপে বারবার চমকে দিয়েছে সকলকে। দরকারের সময় অনায়াসে তিনি তুলে নিয়েছেন বিপক্ষের গুরুত্বপূর্ণ সব উইকেট। আর এবার শোনা যাচ্ছে, সেই বুমরাহ নাকি প্রেম করছেন। দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে তাঁর।
অনুপমা বুমরাহকে টুইটারে ফলো করতে শুরু করার পরেই এ নিয়ে গুঞ্জন শুরু হয়। অনেকে বলেন, দুজনের নিশ্চয় অ্যাফেয়ার চলছে। যদিও অনুপমা কড়াভাবে জানিয়ে দিয়েছেন, যাবতীয় জল্পনা ভুল, বুমরাহ তাঁর বন্ধু ঠিকই, তবে তাঁদের মধ্যে কোনওভাবেই প্রেমের সম্পর্ক নেই।
আগামীকাল ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল। কথিত এই প্রেমের ব্যাপারে বুমরাহের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
জেলার
Advertisement