Vidyut Jammwal Marriage: লন্ডনে বিয়ে সারতে চলেছেন বিদ্যুৎ জামওয়াল ও নন্দিতা মেহতানি?
Vidyut Jammwal Wedding: গত বছর ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের সম্পর্কের কথা জানান বিদ্যুৎ জামওয়াল ও নন্দিতা মেহতানি। আর তারপরেই বিদ্যুৎ এনগেজমেন্টের খবর দেন। ১ সেপ্টেম্বর ২০২১, আংটি বদল হয় তাঁদের।

নয়াদিল্লি: গত ৮ জুলাই মুক্তি পেয়েছে বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jammwal) ছবি 'খুদা হাফিজ: চ্যাপ্টার ২ - অগ্নি পরীক্ষা' (Khuda Haafiz: Chapter II – Agni Pariksha)। কিছুদিন ধরে খুব স্বাভাবিকভাবেই ছবির প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। তবে সূত্রের খবর, ছবি মুক্তির পর মিলেছে ফাঁকা সময়, এবার তিনি উড়ে যাবেন লন্ডনে (London)। সেখানে রয়েছেন তাঁর বাগদত্তা নন্দিতা মেহতানি (Nandita Mehtani)।
বিয়ে করতে চলেছেন বিদ্যুৎ জামওয়াল?
সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ জামওয়ালের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু কথা শোনা যাচ্ছে। সূত্রের খবর, লন্ডনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিদ্যুৎ ও নন্দিতা। তবে গোটা বিষয়টিই হচ্ছে গোপনে। এমনকী তাঁদের বাগদান পর্বও হয়েছিল একেবারে গোপনে, নিঃশব্দে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার আগে কেউ তাঁর বাগদানের বিষয়ে টেরও পায়নি।
শোনা যাচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যেই বিয়ে সেরে ফেলবেন বিদ্যুৎ জামওয়াল।
গত বছর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা জানান বিদ্যুৎ জামওয়াল ও নন্দিতা মেহতানি। আর তারপরেই বিদ্যুৎ এনগেজমেন্টের খবর দেন। ১ সেপ্টেম্বর ২০২১, আংটি বদল হয় তাঁদের। এর আগে ব্যবসায়ী সঞ্জয় কপূরের সঙ্গে নন্দিতা মেহতানির বিয়ে হয়।
View this post on Instagram
আরও পড়ুন: Bharti Singh's Baby Pic: ছোট্ট লক্ষ্যের সঙ্গে আলাপ করালেন ভারতী-হর্ষ
দিন কয়েক আগে পোস্ট করা বিদ্যুতের একটি ভিডিও নজর কাড়ে। প্রায় ৩ ঘণ্টা ধরে বরফের মধ্যে কার্যত ডুবে থেকে ধ্যান করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভিডিওর ঝলক। ক্যাপশনে তিনি লেখেন, 'কলরিপয়ট্টুতে বলে, 'তোমার মধ্যে একজন যোগী রয়েছেন যিনি জাগার অপেক্ষায় রয়েছেন।' প্রসঙ্গত, তাঁর সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি বিতর্কেরও মুখোমুখি হয়েছিল। মিশ্র রিভিউ দিয়ে শুরু করে ছবিটি সপ্তাহান্তে সোয়া ৬ কোটি টাকা আয় করেছে।






















