Bollywood Celebrity Updates: কাজলের সঙ্গে কেমন সম্পর্ক করিনার? টের পাওয়া গেল আজ
কোথাও দাবি করা হয়, আজকের দিনে আর কোনও নায়িকার সঙ্গে অন্য কোনও নায়িকার সম্পর্ক খারাপ নয়। আবার কোথাও দাবি করা হয় একজন নায়িকা নাকি অন্য নায়িকাকে সহ্য করতে পারেন না। সাম্প্রতিক একটি ভিডিও বলছে অন্য কথা।
![Bollywood Celebrity Updates: কাজলের সঙ্গে কেমন সম্পর্ক করিনার? টের পাওয়া গেল আজ It Was A Mini Kabhi Khushi Kabhie Gham Reunion For Kareena Kapoor And Kajol, know in details Bollywood Celebrity Updates: কাজলের সঙ্গে কেমন সম্পর্ক করিনার? টের পাওয়া গেল আজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/d58284be49e574d3d2396f7fd380a6d0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সম্পর্ক নিয়ে নানা সময় নান কিছু শোনা যায়। শাহরুখ, আমির, সলমন, তিন খান হোক কিংবা নায়িকারা, কার সঙ্গে কার সম্পর্ক কেমন, তা বোঝা যায় না বাইরে থেকে। কোথাও দাবি করা হয়, আজকের দিনে আর কোনও নায়িকার সঙ্গে অন্য কোনও নায়িকার সম্পর্ক খারাপ নয়। আবার কোথাও দাবি করা হয় একজন নায়িকা নাকি অন্য নায়িকাকে সহ্য করতে পারেন না। কিন্তু সম্প্রতি নেট দুনিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিও একেবারেই অন্য কথা বলছে।
পাপারাজ্জিদের পক্ষ থেকে আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের মেহবুব স্টুডিওর বাইরে দাঁড়িয়ে গল্প করছেন বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কাজল (Kajol) এবং করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। দুই অভিনেত্রীর গল্প করার ভিডিও দেখে আপ্লুত নেট দুনিয়া। ভিডিওতে শোনা যাচ্ছে, কাজল এবং করিনা কপূর খান একে অপরের সম্পর্কে খোঁজ নিচ্ছেন। কে কেমন রয়েছেন জানতে চাইছেন। দুজনের পরনেই কাকতালীয়ভাবে সাদা রঙের পোশাক। যাওয়ার আগে একে অপরকে জড়িয়েও ধরেন তাঁরা। ভিডিও দেখে নেট নাগরিকদের মন্তব্য 'কভি খুশি কভি গম' ছবির রিইউনিয়ন হল যেন। কাজলের সঙ্গে কথা বলাকালীনই করিনা কপূর খান জানান যে, তাঁর দিদি করিশ্মা কপূর করোনা আক্রান্ত।
আরও পড়ুন - Karisma Kapoor Covid Positive: করোনা আক্রান্ত করিশ্মা কপূর
প্রসঙ্গত, কর্ণ জোহরের সুপারহিট ছবি 'কভি খুশি কভি গম'-এ কাজলের বোনের চরিত্রে দেখা গিয়েছিল করিনা কপূর খানকে। তাঁদের অভিনীত চরিত্রর নাম ছিল যথাক্রমে অঞ্জলী এবং পূজা। এরপরও এক ছবিতে দেখা গিয়েছে তাঁদের। উই আর ফ্যামিলি ছবিতেও স্ক্রিন শেয়ার করেন কাজল ও করিনা।
কাজলকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ত্রিভঙ্গ' ছবিতে। এই ছবি দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেন তিনি। কাজলকে খুব শীঘ্রই দেখা যাবে 'সালাম ভেঙ্কি' ছবিতে। অন্যদিকে, দ্বিতীয়বার মা হওয়ার পর করিনা কপূর খানকে শীঘ্রই দেখা যাবে আমির খানের বিপরীতে 'লাল সিং চাড্ডা' ছবিতে। জানা যাচ্ছে আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)