এক্সপ্লোর
Advertisement
সঞ্জয় দত্তের বায়োপিকে সুনীল দত্তের ভূমিকায় জ্যাকি শ্রফ?
মুম্বই: অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকে তাঁর বাবা সুনীল দত্তের চরিত্রে অভিনয় করা নিয়ে শুরুর দিকে বলিউডের বেশ কিছু প্রথমসারির তারকার নাম শোনা গিয়েছিল। সূত্রের খবর, শোনা যায় মিস্টার পারফেকশনিস্ট আমির খান প্রথমে সুনীল দত্তের চরিত্রে অভিনয় করার বিষয় আগ্রহ প্রকাশ করলেও পরে সরে দাঁড়ান। এখন শোনা যাচ্ছে সুনীল দত্তের চরিত্রে খুব সম্ভবত অভিনয় করবেন জ্যাকি শ্রফ। এমনকি রাজকুমার হিরানির এই ছবির জন্যে লুক পরীক্ষাও দিয়ে দিয়েছেন জ্যাকি। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কপূর।
জ্যাকি শ্রফের সঙ্গে এবিষয় যোগাযোগ করা হলে তিনি জানান, প্রায় বছর খানেক আগে এই ছবির এই চরিত্রের জন্যে লুক টেস্ট দিয়েছিলেন তিনি। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ায় তিনি ভীষণই খুশি। এই ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া, যিনি আবার জ্যাকি শ্রফের ঘনিষ্ঠ বন্ধুও। তিনি জ্যাকিকে বলেন, এই চ্যালেঞ্জিং চরিত্রটি করতে।
২০১৭ সালের জানুয়ারিতে শ্যুটিং শুরু হবে এই ছবির। তবে এখনও ছবির জন্যে চুক্তিবদ্ধ না হলেও, নিজেরমতো করে প্রস্তুতি নিতে শুরু করেছেন জ্যাকি শ্রফ। সুনীল দত্তের মতো তাঁকে দেখতে না হলেও, অভিনেতার বহু পুরনো ভিডিও ও ছবি জ্যাকি দেখছেন, ব্যক্তিত্বে, হাসিতে সুনীল দত্তকে ফুটিয়ে তোলার জন্যে। জ্যাকির দাবি, সুনীল দত্ত একাধারে খুবই কঠিন এবং লাজুক মানুষ ছিলেন। তাই সেই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা যথেষ্টই কঠিন, দাবি জ্যাকির। জ্যাকির কথায় তাঁর বলিউডি কেরিয়ারের অন্যতম কঠিন কাজ হতে চলেছে এই চরিত্রটা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement