![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jacqueline Fernandez Update: কোটি টাকা তছরুপের মামলার বিতর্কের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট জ্যাকলিন ফার্নান্ডেজের
৩০ অগাস্ট ইডির দফতরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা করা হয়েছিল জ্যাকলিনকে। তিনি সুকেশ চন্দ্রশেখর ও স্ত্রীর দ্বারা প্রচুর অঙ্কের টাকা খুইয়েছেন বলে জানা গিয়েছিল।
![Jacqueline Fernandez Update: কোটি টাকা তছরুপের মামলার বিতর্কের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট জ্যাকলিন ফার্নান্ডেজের Jacqueline Fernandez shares cryptic post amid money laundering controversy, know in details Jacqueline Fernandez Update: কোটি টাকা তছরুপের মামলার বিতর্কের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট জ্যাকলিন ফার্নান্ডেজের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/24/71b0fa79383c4f7e0d2fb49c0d82564f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ ছিল, এক বছরে তাঁর থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। সেই মামলাতে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez)। ইডি সূত্রে জানা যায়, সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিন ছাড়াও বলিউড অভিনেত্রী নোরা ফতেহির যোগও সামনে এসেছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে জ্যাকলিনের ছবি ভূত পুলিশের অন্যতম সহ অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যাঙ্কে তাঁর আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। ৩০ অগাস্ট ইডির দফতরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা করা হয়েছিল জ্যাকলিনকে। জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখর ও স্ত্রীর দ্বারা প্রচুর অঙ্কের টাকা খুইয়েছেন বলে জানা গিয়েছিল। অভিনেত্রীর সঙ্গে কথা বলে ইডি-র হাতে এসেছে বহু জরুরি তথ্য।
আরও পড়ুন - Shahrukh Diwali Advt: সামনেই দীপাবলি, মুহূর্তে ভাইরাল শাহরুখ খানের ক্যাডবেরির বিজ্ঞাপন
কোটি টাকা তছরুপের মামলার বিতর্কের পর এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী। ক্যাপশনে এদিন জ্যাকলিন লেখেন, 'ভেঙেছি কিন্তু মচকাইনি'। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবির একটিতে জিভ বের করা ছবি দিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ। আর অন্য ছবিটিতে তাঁর চিরাচরিত হাসিমুখের ছবি পোস্ট করেছেন। যা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর অনুরাগী থেকে অন্যান্য তারকারা।
আরও পড়ুন - Karva Chauth Wishes: প্রিয়তমা স্ত্রী জয়াকে কীভাবে করবা চৌথের শুভেচ্ছা জানালেন বিগ বি?
প্রসঙ্গত, ২০০ কোটি টাকার তছরুপ মামলায় সাক্ষী হিসেবে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ডেকে পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার এমনই দাবি করেছেন তাঁর মুখপাত্র। এর পাশাপাশি তিনি বলেন, অভিনেত্রী এজেন্সির তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। এক বিবৃতিতে অভিনেত্রীর মুখপাত্র বলেন, জ্যাকলিন ফার্নান্ডেজনকে সাক্ষী হিসেবে ডাকছে ইডি। তিনি এর আগে বিবৃতি রেকর্ড করেছেন। আগামীদিনেও এজেন্সির সঙ্গে সহযোগিতা করবেন। এমনকী এই মামলায় জড়িত দম্পতির সঙ্গে সম্পর্কের অভিযোগও উড়িয়ে দিয়েছেন জ্যাকলিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)