Jaane Jaan: 'জিনে জান'-এ জয়দীপ আহলাওয়াতের ফার্স্ট লুক তাক লাগাল দর্শককে
Jaideep Ahlawat: ২১ সেপ্টেম্বর অভিনেত্রীর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'জিনে জান'।
কলকাতা: 'Jaane Jaan' দিয়ে ওটিটি-তে ডেবিউ করছেন করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan)। আর এখানেই বিশেষ ভূমিকার অভিনয় করছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)। আর আজ প্রকাশ্য়ে এল এই ছবিতে তাঁর প্রথম লুক। যা ইতিমধ্য়েই নজর কেড়েছে সিনেপ্রেমীদের।
নতুন পোস্টারে (New Poster) দেখা যাচ্ছে আংশিকভাবে টাক মাথা, মুখ থমথমে। অফিসের একটি চেয়ারে বসে রয়েছেন জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat)। তাঁর লুক দেখেই বোঝা যাচ্ছে কোনও সিরিয়াস চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে তাঁর চরিত্র ঠিক কেমন হবে তা এখনও খোলসা করে জানা যায়নি এখনও।
আরও পড়ুন...
'গ্রিন-টি' কিন্তু সবার জন্য নয়! কারা খেতে পারেন, কাদের জন্য ক্ষতি? কী জানালেন পুষ্টিবিদ?
উল্লেখ্য়, 'জিনে জান'-এর প্রথম পোস্টারে মাইক্রোফোনে ডার্ক পিঙ্ক কালার টোনে ফ্রেমে ধরা দিয়েছিলেন করিনা কাপুর খান।টিজারটি সোশ্যালে প্রকাশ্যে এনেছিল নেটফ্লিক্স। ২১ সেপ্টেম্বর অভিনেত্রীর জন্মদিনেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। প্রকাশ্যে এসেছে টিজার। দেখা গেছে অভিনেতা-অভিনেত্রীদের ফার্স্ট লুক। পরিচালনা করছেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ।
ডিভোর্সি এবং সিঙ্গল মাদারের ভূমিকায় করিনা , কী গোপন করার চেষ্টা করেন ছবিতে অভিনেত্রী ?
'জানে জান' , মূলত থ্রিলার বেসড সিনেমা। টিজারে দেখা গিয়েছে, ডার্ক পিঙ্ক কালার টোনের ফ্রেমে 'জানে জান' গান গাইছেন করিনা। জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মার চরিত্রগুলিও ফাস্ট এডিটের টিজারে ফুটে ওঠে। এরপরেই টাইটেল কার্ড। এখানে করিনাকে ডিভোর্সি এবং সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যে নিজের প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রাক্তন স্বামীর খুন গোপন করার চেষ্টা করে।
কেমন ছিল সেই মুহূর্ত, যখন পরিচালকের থেকে এই ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন করিনা ?
এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে, একবার পিটিআইকে করিনা কাপুর খান বলেছিলেন, তিনি সবসময় নতুন করার চেষ্টা করেন। যখন পরিচালক সুজয় ঘোষ এই ছবির প্রস্তাব দিয়েছিলেন, কাস্টের কথা বলেছিলেন, তখন তিনি উৎসাহিত হয়ে পড়েছিলেন।পাশাপাশি জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মার সঙ্গে কাজ করাটা যে অন্য মাত্রা দিয়েছে, সেকথার আভাষ টেনেছিলেন করিনা কাপুর খান।
দর্শকের এই শো কেমন লাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন