Ulajh: 'আমার জীবনের সঙ্গে এই ছবির অনের মিল রয়েছে', 'উলাজ'-এর শ্য়ুটিং শেষে বললেন জাহ্নবী
Ulajh Shooting Wrap up: পরিচালকের জন্য় বিশেষ বার্তা দিলেন শ্রীদেবী কন্য়া।
কলকাতা: শেষ হল জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) আগামী ছবি 'উলাজ' (Ulajh)-এর শ্য়ুটিং। আর শ্য়ুটিং শেষে বেশ কয়েকটি ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে একটি দীর্ঘ নোট লিখলেন অভিনেত্রী। তিনি জানান কাকতালীয়ভাবে এই ছবির সঙ্গে তাঁর জীবনের অনেক মিল রয়েছে।
জাহ্নবী কপূর (Janhvi Kapoor) লেখেন,'এই ছবিতে সুহানার জীবনে যা যা দেখানো হয়েছে তার সঙ্গে আমার নিজের জীবনের মিল রয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে ভালবাসতে শেখা। জীবনকে নিজের গতিতে চলতে দেওয়া উচিত। আর অবশ্য়ই নিজের ওপর বিশ্বাস রাখা উচিত।'
'উলাজ'-এর পরিচালক সুধাংশু সারিয়ার জন্য একটি নোট লিখে, জাহ্নবী আরও বলেন, “আপনি আমাকে এমনভাবে নিজের উপর বিশ্বাস করতে শিখিয়েছেন। আপনি আমাকে শোনার অনুভূতি দিয়েছেন। জীবনের প্রত্য়েকটি বাধার সম্মুখীন হতে আপনি আমাকে সাহায্য় করেছেন। প্রত্য়কটি চ্য়ালেঞ্জ গ্রহণ করতে শিখিয়েছেন। আর এই সমস্ত কিছু আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।'
আরও পড়ুন...
শ্যুটিংয়ের ফাঁকেই মধুমিতার পাহাড়-ভ্রমণ, ছবি শেয়ার করতে প্রশংসার সঙ্গে ধেয়ে এল কটাক্ষও
উল্লেখ্য়, 'উলাজ' ছবিটি একটি স্টাইলাইজড আন্তর্জাতিক থ্রিলার। জাহ্নবী কপূরের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, এবং রোশন ম্যাথু, রাজেশ তাইলাং, মেইয়াং চ্যাং, শচীন খেদেকর, রাজেন্দ্র গুপ্ত এবং জিতেন্দ্র সহ বলিউডে বেশ কিছু পরিচিত মুখ।
প্রসঙ্গত, পুরানো দিল্লি, লাল কেল্লা, কুতুব মিনার, অন্যান্য স্মৃতিস্তম্ভ, লাজপত নগর বাজার এবং এই শহরের বিভিন্ন এলাকায় শ্য়ুটিং হয়েছে এই ছবির। দক্ষিণ দিল্লিরও বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে । তবে বন্য়ার কারণেই এই ছবির শ্য়ুটিং রিশিডিউল করা হয়।
এর আগে অ্য়ামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত, নীতেশ তিওয়ারি পরিচালিত 'বাওয়াল'।
অভিনেত্রীর অনুরাগীরা জানবেন, কিছুদিন আগে জুনিয়র এনটিআর ও সেফ আলি খানের সঙ্গে হায়দরাবাদে 'দেবেরা' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী জাহ্নবী কপূর। সেই ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করে অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Sri Venkateswara Swami Temple)।অন্ধ্রপ্রদেশের তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির ভারতের অন্যতম পবিত্র স্থান, এবং কেবল জাহ্নবী কপূরই নন, তাঁর মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীও এই মন্দিরে নিয়মিত আসতেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন