Madhumita Sircar: শ্যুটিংয়ের ফাঁকেই মধুমিতার পাহাড়-ভ্রমণ, ছবি শেয়ার করতে প্রশংসার সঙ্গে ধেয়ে এল কটাক্ষও
Actress Madhumita Sircar: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বারন্দায় বসে ছবি শেয়ার করে নিয়েছেন মধুমিতা। হাতে চায়ের কাপ, রোদকে উপভোগ করছেন নায়িকা
কলকাতা: সম্প্রতি নতুন ছবির কাজ শেষ করেছেন তিনি। আর তারপরেই ফের তাঁর সোশ্যাল মিডিয়ায় ঘোরার ছবি। সম্প্রতি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sircar)। বেশিরভাগ সময়েই পাহাড়ে বা তীর্থস্থানে দেখা যাচ্ছে তাঁকে। সদ্য পাহাড়ে একটি রোদ পোহানোর ছবি পোস্ট করেছেন তিনি।
সদ্য শিলাদিত্য মৌলিকের (Shiladitya Maulick)-এর নতুন ছবি, 'কে প্রথম কাছে এসেছি' (Ke Prothom Kache Asechi) ছবির শ্যুটিং-শেষ করেছেন মধুমিতা। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), মধুমিতা সরকার (Madhumita Sircar), দর্শনা বণিক (Darshana Banik)। আর তারপরেই, ঘুরতে বেরিয়ে পড়েছেন তিনি। সম্প্রতি একাধিক তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। সবসময়েই সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি ভাগ করে নেন তিনি। তবে বেশিরভাগ সময়েই একার ছবি পোস্ট করেন অভিনেত্রী। তাঁর সঙ্গী কে, তা প্রকাশ্যে আনেন না কখনও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বারন্দায় বসে ছবি শেয়ার করে নিয়েছেন মধুমিতা। হাতে চায়ের কাপ, রোদকে উপভোগ করছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি যেমন প্রশংসিত হয়েছে, তেমনই অনেকে কটাক্ষও করেছেন। ছবিতে নায়িকার মুখে বিন্দুমাত্র মেকআপ নেই। সেই নিয়ে কটাক্ষ করেছেন অনেকেই। অনেকেই বলেছেন, তাঁর মেকআপের ছবির সঙ্গে মেকআপহীন ছবির অনেকটাই ফারাক। তবে মধুমিতা কেন হঠাৎ তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছেন, সেই উত্তর সবারই অজানা। আর সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক সময়েই শেয়ার করে নেন সেই সমস্ত ছবি।
এর আগে, 'কুলের আচার' ছবিতে দেখা গিয়েছিল বিক্রম ও মধুমিতার জুটিকে। তাঁদের জুটি বেশ প্রশংসিত হয়েছিল। ফের একবার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রমের নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে শোলাঙ্কি রায় (Solanki Roy)-কে। এছাড়াও এই ছবিতে রয়েছেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও অন্যান্যরা।
View this post on Instagram