'Jawan' BO Collection: ১১ দিনের মাথায় বিশ্ব বাজারে ৮০০ কোটির গণ্ডি পার শাহরুখের 'জওয়ান' ছবির
'Jawan': তেলুগু ভাষায় এই ছবির ৬৮২টা শো থেকে মোট আয় ০.৮৫ কোটি টাকা, প্রত্যেক শো থেকে আয়ের পরিমাণ ১২ হাজার ৪৬৩ টাকা। তামিল শোয়ের সংখ্যা ৪৬১। সেই থেকে আয়ের পরিমাণ ০.৮১ কোটি টাকা।
নয়াদিল্লি: বক্স অফিসে গত ১১ দিন ধরেই চলছে 'জওয়ান' (Jawan) ঝড়। দেশের বক্স অফিস (box office) হোক বা বিশ্ব বাজার, সর্বত্রই রেকর্ড ভাঙা আয় করছে অ্যাটলি (Atlee) পরিচালিত শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবি। ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের হিসেব অনুযায়ী, 'জওয়ান' ৮০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে।
বিশ্বের বাজারে ৮০০ কোটির গণ্ডি পার করল 'জওয়ান'
মাত্র ১১ দিন। তাতেই বিশ্বজুড়ে ৮০০ কোটি টাকা আয় করে ফেলল শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত 'জওয়ান'।
মনোবালা বিজয়বালানের পোস্ট অনুযায়ী, 'ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিসে ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করল 'জওয়ান'। একাদশতম দিনে, ট্র্যাকড শো থেকে এই ১৩ লক্ষ ৯০ হাজার ১৪২টি টিকিট বিক্রি হয়েছে এই ছবির।' 'জওয়ান' ছবির হিন্দি সংস্করণের ১৩ হাজার ৩১৭টি শো থেকে আয় হয়েছে ৩৫.১৮ কোটি টাকা। প্রত্যেক শো থেকে ২৬ হাজার ৪১৭ টাকা করে আয় হয়েছে।
তেলুগু ভাষায় এই ছবির ৬৮২টা শো থেকে মোট আয় ০.৮৫ কোটি টাকা, প্রত্যেক শো থেকে আয়ের পরিমাণ ১২ হাজার ৪৬৩ টাকা। তামিল শোয়ের সংখ্যা ৪৬১। সেই থেকে আয়ের পরিমাণ ০.৮১ কোটি টাকা এবং প্রত্যেক শো থেকে আয় ১৭ হাজার ৫৭০ টাকা। অর্থাৎ একাদশতম দিনে হিন্দি, তামিল ও তেলুগু মিলিয়ে মোট আয়ের পরিমাণ ৩৬.৮৪ কোটি টাকা।
Jawan ENTERS the elite ₹800 cr club at the WW Box Office.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 18, 2023
The film has sold 1⃣3⃣9⃣0⃣1⃣4⃣2⃣ tickets from tracked shows alone in India on the 11th day.
||#ShahRukhKhan|#Nayanthara|#Jawan|#Atlee|#Jawan2||
Hindi
Shows - 13317
Gross - ₹ 35.18 cr
Per Show Collection - ₹ 26,417… pic.twitter.com/kR1rZoUkPc
দ্বিতীয় রবিবারের শেষে ন্যাশনাল চেন 'পিভিআর', 'আইনক্স' ও 'সিনেপলিস'-এ কত আয় করল ছবি? শুক্রবার আয় হয়েছিল ৮.৮২ কোটি টাকা, শনিবার হয়েছিল ১৫.৯৭ কোটি টাকা এবং রবিবার আয় হল ১৭.৪৭ কোটি টাকা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial