Jawan Collection: বাদশার রাজপাট! প্রতীক্ষিত ১০০০ কোটি আয়ের লক্ষ্যমাত্রা ছুঁল 'জওয়ান'
Jawan Box Office Collection: 'জওয়ান' নিয়ে উন্মাদনা যে কতটা, তা এখনও বোঝা যাচ্ছে যে কোনও প্রেক্ষাগৃহে গেলেই। কলকাতা সহ বিভিন্ন শহর, এমনকি মফঃস্বলের প্রেক্ষাগৃহগুলিতেও ছুটির দিটে প্রায় অমিল টিকিট
কলকাতা: অবশেষে প্রতীক্ষিত লক্ষ্যমাত্রা ছুঁল শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayantara), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), বিজয় সেতুপতি (Vijay Setupati) অভিনীত 'জওয়ান' (Jawan)। 'পাঠান' (Pathaan)-সহ একাধিক ছবির রেকর্ড ভেঙে 'জওয়ান'-এর আয় ছাড়াল ১ হাজার কোটি। গোটা বিশ্বের ব্যবসা মিলিয়ে, অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি রেকর্ড ব্যবসা করেছে এথা বলা যায় নিঃসন্দেহে।
'জওয়ান' নিয়ে উন্মাদনা যে কতটা, তা এখনও বোঝা যাচ্ছে যে কোনও প্রেক্ষাগৃহে গেলেই। কলকাতা সহ বিভিন্ন শহর, এমনকি মফঃস্বলের প্রেক্ষাগৃহগুলিতেও ছুটির দিটে প্রায় অমিল টিকিট। এমন অনেকেই রয়েছেন, যাঁরা একবার 'জওয়ান' দেখে ফেলেছেন। দ্বিতীয় বা তৃতীয়বার এই ছবি দেখতে আসার দর্শকের সংখ্যাটাও কম নয়। আর তাঁদের কাঁধে ভর করেই 'জওয়ান' পেরিয়ে গেল এই বিশাল ব্যবসার লক্ষ্যমাত্রা।
এর আগেই, বক্সঅফিসে ছবির ব্যবসার লক্ষ্যমাত্রা নিয়ে মুখ খুলেছিলেন সলমন খান (Salman Khan)। তাঁর কয়েকটি ছবি অবশ্য বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। সামনেই আসছে তাঁর নতুন ছবি 'টাইগার ৩' (Tigar 3)। এই ছবি নিঃসন্দেহের সলমনের কাছে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ। আর গদর ২ বা জওয়ানের মতো ছবির সাফল্যে দেখে সদ্যই সলমন বলেছিলেন, এখন মানুষ প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যাচ্ছে। তাই ১০০ কোটি উপার্জন এমন কিছুই ব্যপার নয়। বক্সঅফিসে উপার্জনের বেঞ্চমার্ক হওয়া উচিত হাজার কোটি। আর এবার শাহরুখের ছবি ছুঁয়ে ফেলল সলমনের বলা সেই বেঞ্চমার্ককে। যদিও এখনও বক্সঅফিসে থামার কোনও লক্ষণই নেই কিং খানের নতুন এই ছবির।
৭ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর আবহে বড়পর্দায় আসে 'জওয়ান'। প্রথম দিনেই ৭৫ কোটির ব্যবসা করে ছবিটি। প্রথম সপ্তাহের শেষে ৩৮৯ কোটি টাকা আয় করে এবং দ্বিতীয় সপ্তাহ শেষে সেই আয় পার করল ৫০০ কোটি টাকার গণ্ডি। 'জওয়ান' ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির নিরিখে রয়েছে চতুর্থ স্থানে। তার আগে রয়েছে 'পাঠান', 'বাহুবলী: দ্য কনক্লুশন' ও 'গদর ২'। সম্প্রতি এই তালিকায় থাকা 'কেজিএফ ২'কে টপকে গেছে 'জওয়ান'। প্রসঙ্গত, 'জওয়ান' ছবির হাত ধরে বলিউডে পা রাখলেন তামিল তারকা নয়নতারা। এই প্রথম বলিউড ছবির পরিচালনা করলেন অ্যাটলি। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গেছে দক্ষিণের তারকা অভিনেতা বিজয় সেতুপতিকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মলহোত্র, ঋধি ডোগরা, লেহর খান, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ।
View this post on Instagram