Jawan: একাধিক দৃশ্যে কাঁচি, সংলাপ বদল করে U/A সার্টিফিকেট পেল শাহরুখের 'জওয়ান'
Jawan Update: শোনা যাচ্ছে, ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে যে সংলাপ বলা হয়েছিল, তা ছবিতে অপ্রয়োজনীয়। কাজেই বাদ দেওয়া হয়েছে সেই সংলাপ। এছাড়াও বেশ কিছু সংলাপ পরিবর্তন করা হয়েছে ছবিতে
কলকাতা: 'পাঠান' (Pathaan)-এর পরে এবার 'জওয়ান' (Jawan)। শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর নতুন ছবিকে সেন্সর সার্টিফিকেট পেতে কাঁচি চালাতে হল একাধিক দৃশ্য় ও সংলাপে! U/A সার্টিফিকেট পেয়েছে কিং খানের নতুন ছবি। তবে সেখান থেকে বাদ দিতে হয়েছে কিছু রাজনৈতিক ইঙ্গিত থাকা সংলাপ, আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে এমন কিছু দৃশ্য ও হিংসার কিছু ছবি ছেঁটে ফেরার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।
শোনা যাচ্ছে, ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে যে সংলাপ বলা হয়েছিল, তা ছবিতে অপ্রয়োজনীয়। কাজেই বাদ দেওয়া হয়েছে সেই সংলাপ। এছাড়াও বেশ কিছু সংলাপ পরিবর্তন করা হয়েছে ছবিতে। ন্যাশনাল সিকিওরিটি গার্ড, ভোটদানের প্রসঙ্গ ইত্যাদিও ছবি থেকে বাদ গিয়েছে বা বদল করা হয়েছে। ৭টি দৃশ্যে কাঁচি চালিয়ে অবশেষে ছাড়পত্র পেয়েছে 'জওয়ান'।
U/A সার্টিফিকেট পায় moderate adult themes-এর ছবি। এই ছবি সর্বসাধারণের জন্য নয়। ১২ বছরের নিচের শিশুরা অভিভাবক বা অভিভাবিকাকে ছাড়া এই ছবি দেখার অনুমতি পায় না। প্রেক্ষাগৃহে টিকিট বিক্রয়ের ক্ষেত্রে মেনে চলা হয় এই নিয়ম। এই ছবিতে সীমিত হিংসাত্মক বা ঘনিষ্ঠ দৃশ্য থাকতে পারে। তবে অশ্লীল কোনও শব্দ সরিয়ে দেওয়া বাধ্যতামূলক। সামনেই মুক্তি পাবে দেব অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' এবং 'গদর ২' ছবিটি। এই দুটি ছবিই U/A সার্টিফিকেট পেয়েছে। U/A সার্টিফিকেট পেয়েছে কর্ণ জোহর (Karan Johar)-এর নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-ও।
সদ্য মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির নতুন একটি গান। সেখানে শাহরুখকে রোম্যান্স করতে দেখা গিয়েছে ছবির নায়িকা নয়নতারার সঙ্গে।
সেই গান পোস্ট করে কিং খান লেখেন, 'ইশক হো বেহিসাব সা, বেপরওয়া, বেহদ সা! কুছ অ্যায়সা হ্যায় জওয়ান পেয়ার!' হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পেয়েছে 'আয়োড্ডা' ও 'চলোনা' নামে। শাহরুখ খান, নয়নতারা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মলহোত্র। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই ছবি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর।
২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'। বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে এই ছবি, একের পর এক রেকর্ড ভাঙে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই স্পাই থ্রিলার ঘরানার ছবি। তারপর এই বছরের সেপ্টেম্বরে কিং খানের পরের ছবি 'জওয়ান' মুক্তির অপেক্ষায়। ছবি মুক্তির পর তা কেমন প্রতিক্রিয়া পায় সেটাই দেখার।
আরও পড়ুন: Jeetu Kamal: 'বউ মানেই টেনশন', সোশ্যাল মিডিয়ায় কেন এমন মন্তব্য জিতুর?