Jaya Ahsaan Interview: জিম-ফ্রিক নন, ইচ্ছা হলেই খান বিরিয়ানি, কোন মন্ত্রে এত ফিট জয়া?
Actress Jaya Ahsaan Interview: স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ, প্রাক্তন আর বর্তমানের টানাপোড়েন, আর ভাঙা-গড়ার গল্প নিয়ে এগিয়ে যাবে এই ছবির গল্প
কলকাতা: তিনি যেন সময়কে ফাঁকি দিতে পারেন। বয়স পেরিয়ে গেলেও এখনও তিনি একইরকম আকর্ষণীয়। কোন মন্ত্রে এখনও এত ফিট অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsaan)? নতুন ছবি নিয়ে সাক্ষাৎকারের ফাঁকে এবিপি লাইভকে (ABP Live)-কে সেই কথা জানালেন অভিনেত্রী।
২ জুন মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিক, কৌশিক সেন (Kaushik Sen), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) ও জয়া অভিনীত ছবি 'অর্ধাঙ্গিনী'। ছবিতে কৌশিকের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে জয়াকে। কীভাবে শ্যুটিংয়ের ব্যস্ততা সামলেও নিজেকে ফিট রাখেন অভিনেত্রী? একটু হেসে জয়া বললেন, 'নিজেকে মেনটেন করব এটা কখনও ভাবি না বলেই বোধহয়... আমি জিম ফ্রিক নই। খুব একটা যে ডায়েট করি এমনও নয়। কখনও যদি জমিয়ে বিরিয়ানি খেতে ইচ্ছা করে, খাই। একটা জিনিস আমি মাথায় রাখি, মনের বিরুদ্ধে গিয়ে কখনও কিছু করব না। অভিনয়ের ক্ষেত্রেও তাই, মনকে প্রাধান্য দিই। চরিত্রটা যখন মাথায় বসে যায়, তখন পোশাকের মতো বাকি সব কিছু যেন গায়ে বসে যায়।'
এই ছবি প্রাক্তন ও বর্তমানের সম্পর্কের দোটানার কথা তুলে ধরবে ছবির পর্দায়। স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ, প্রাক্তন আর বর্তমানের টানাপোড়েন, আর ভাঙা-গড়ার গল্প নিয়ে এগিয়ে যাবে এই ছবির গল্প। 'অর্ধাঙ্গিনী' নিয়ে কথা বলতে এবিপি লাইভের (ABP Live)-এর মুখোমুখি হয়েছিলেন জয়া আহসান। তাঁর চোখে, যুগের সঙ্গে ঠিক কতটা বদলে গিয়েছে স্বামী-স্ত্রীর সম্পর্কের সমীকরণ? জয়া বলছেন, 'বর্তমানে আমরা স্বামী-স্ত্রীদের মধ্যে যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়তো স্বামী বা স্ত্রী সম্পর্কের সমস্যাগুলোর কথা প্রকাশ্যে বলেন বলে আমরা জানতে পারি। সশরীরে হয়তো তাঁদের বিচ্ছেদটা আমরা দেখতে পারি। বিভিন্ন সমস্যা, বনিবনা না হওয়া, এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়তো অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন, জীবনটা কাটিয়ে দিতেন। আমি স্বামী-স্ত্রীর সম্পর্কের বিষয়ে খুব একটা বিস্তারিত কিছু বলতে পারব না। তবে, আমার সঙ্গে সহজে কারও সম্পর্ক খারাপ হয় না। আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। অন্য তরফ থেকে যদি সম্পর্ক শেষ না করে দেওয়া হয়, আমি সবসময় সম্পর্ক ভাল রাখাতেই বিশ্বাসী। আমি চাই, সম্পর্ককে চিরজীবন লালন করতে। আমি সম্পর্কের মূল্যায়ন করতে জানি, বলা ভাল করতে চাই। ভুল বোঝাবুঝি তো থাকবেই। তবে আমি বিশ্বাস করি, কোনও মানুষকে ভালবাসলে, তার খারাপটাকেও ভালবাসব। কোনও মানুষের ভাল সময়ে পাশে থাকলে, খারাপ সময়ও থাকব, এটাই আমার বিশ্বাস।'
আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?
আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা