Aishwarya-Jaya: ঐশ্বর্য্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জয়া, হঠাৎ কেন বাড়ল দূরত্ব?
Jaya Bacchan on Aishwarya: চিরকালই কি ঐশ্বর্য্যের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বচ্চন পরিবার? তা তো নয়। হামেশাই অমিতাভ-জয়ার সঙ্গে এক ফ্রেমে দেখা যেত ঐশ্বর্য্যকে
কলকাতা: অম্বানি পরিবারে বিয়ের পরে তাঁদের সম্পর্ক চর্চার কেন্দ্রে। রাধিকা মার্চেন্ট (Radhika Marchant) ও অনন্ত অম্বানির (Anant Ambani) বিয়েতে আলাদা আলাদা এসেছিলেেন অভিষেক বচ্চন (Abhishek Bacchan) ও ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। আর তারপরেই ফের একবার প্রকাশ্যে চলে আসে ঐশ্বর্য্যের সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব। এর আগেও একাধিকবার একসঙ্গে দেখা যায়নি অভিষেক-ঐশ্বর্য্যকে। অম্বানিদের বিয়েতেও একসঙ্গে এসেছিলেন অভিষেক, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন ও শ্বেতা। অন্যদিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে একাই এসেছিলেন ঐশ্বর্য্য। আর এরফলেই ফের একবার প্রকাশ্যে চলে আসে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্য্যের খারাপ সম্পর্কের কথা।
কিন্তু চিরকালই কি ঐশ্বর্য্যের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বচ্চন পরিবার? তা তো নয়। হামেশাই অমিতাভ-জয়ার সঙ্গে এক ফ্রেমে দেখা যেত ঐশ্বর্য্যকে। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরে অভিষেক ঐশ্বর্য্যের ছবিও ছিল সোশ্যাল মিডিয়ায়। এমনও সময় গিয়েছেন, যখন অমিতাভ বা জয়া প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বচ্চন বধূর। ঠিক কী বলেছিলেন জয়া বচ্চন?
কর্ণ জোহর পরিচালিত একটি সেলেব্রিটি টক শো-তে এসে ঐশ্বর্য্যকে নিয়ে কথা বলেছিলেন জয়া। বলেছিলেন, 'ঐশ্বর্য্য যে এত বড় তারকা, সেই হাবভাব সে বাড়িতে কখনোই দেখায় না। বচ্চন পরিবারের সঙ্গে এক্কেবারে সঠিকভাবে মানিতে গিয়েছে সে। ও জানে আমাদের পরিবারের কে ভাল বন্ধু আর কে নয়।' কেবল জয়া নয়, বিভিন্ন বিষয়ে অমিতাভকেও পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল ঐশ্বর্য্যের। তবে সে সমস্ত এখন অতীত। অম্বানি পরিবারের বিয়েতে তাঁদের আলাদা ফ্রেমে দেখা যেতে ফের একবার প্রকাশ্যে চলে এসেছে পারিবারিক দ্বৈরথের কথা।
এর আগে, সোশ্যাল মিডিয়া থেকে ঐশ্বর্য্যকে আনফলো করে দিয়েছিলেন অমিতাভ। নিজের জন্মদিনও একাই কাটিয়েছেন ঐশ্বর্য্য, সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যা। তবে বিবাহবার্ষিকীতে ঐশ্বর্য্যের সঙ্গে নিজেই ছবি শেয়ার করেছিলেন অভিষেক। তখন অনেকেই মনে করেছিলেন সম্পর্কের বরফ গলল বোধহয়। বচ্চন পরিবারের একটি উৎসবেও দেখা গিয়েছিল ঐশ্বর্য্যকে। কিন্তু এরমধ্যে এমন কী হল যে অম্বানির বিয়েতে এক ফ্রেমে দাঁড়ালেনই না ঐশ্বর্য্য আর অমিতাভ, জয়া, অভিষেক ? বচ্চন পরিবারের সবাই কিন্তু এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
আরও পড়ুন: Uttam-Sabitri: কড়া শাসন সাবিত্রীর বাবার, ভয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন উত্তমকুমার!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।